আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ জুলাই, ২০১৮

ইসরায়েলে সিরিয়ার জঙ্গিবিমান ভূপাতিত

ইসরায়েল সে দেশের আকাশসীমায় সিরিয়ার একটি জঙ্গিবিমান ধ্বংস করেছে। ইসরায়েলের সেনাবাহিনী এ কথা জানিয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে এক টুইটে বলা হয়, গোলানের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের আকাশসীমার এক মাইলের মধ্যে সিরিয়ার একটি সুখোই জঙ্গিবিমান প্রবেশ করলে সেটি লক্ষ্য করে দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। জঙ্গিবিমানটির পাইলট নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার এক প্রতিবেদনে সিরিয়ার আকাশসীমায় অবস্থানের সময় দেশটির একটি জঙ্গিবিমান লক্ষ্য করে ইসরায়েল ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানানো হয়। তবে সেটি ভূপাতিত হয়েছে কি না, সে বিষয়ে কিছু বলা হয়নি। জঙ্গিবিমানটি ইয়ারমুক ভ্যালির কাছে একটি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল বলেও সানার প্রতিবেদনে দাবি করা হয়। ২০১৪ ?সালের পর এই প্রথম সিরিয়ার কোনো জঙ্গিবিমান ইসরায়েল ভূপাতিত করেছে বলে খবর পাওয়া গেল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist