আন্তর্জাতিক ডেস্ক

  ২২ জুলাই, ২০১৮

২ হাজার বছর আগের মুদ্রা

চীনের হিনান প্রদেশে খননকার্য চালিয়ে দুই হাজার বছরের পুরনো মুদ্রা পাওয়া গেছে। খননকারীরা সেখান থেকে ৫০৪টি স্পেড কয়েন আবিষ্কার করেছেন।

সানমেনজিয়া শহরের এক নির্মাণাধীন সাইটের মাটির নিচে এসব মুদ্রা মেলে। স্থানীয় জাদুঘরের বিশেষজ্ঞরা জানান, খ্রিস্টপূর্ব ৭৭১-৪৭৬ অব্দের সময়কার মুদ্রাগুলো মাটি খুঁজে পাওয়া গেছে। এগুলো এখন মাটির পাত্রে সংরক্ষণ করা হয়েছে। তবে এই স্থানে খনন করে এখন পর্যন্ত কোনো সমাধিস্থল বা অন্য কোনো ধরনের পুরাতাত্ত্বিক নিদর্শন মেলেনি। জাদুঘরের প্রধান লি শুকিয়ান বলেন, ‘এতগুলো প্রাচীন মুদ্রা এতটা ভালো অবস্থায় খুঁজে পাওয়া সত্যিই বিরল ঘটনা। চীনের মুদ্রাব্যবস্থার ইতিহাস অধ্যয়নে এই কয়েনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। বারনামা

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist