আন্তর্জাতিক ডেস্ক

  ২২ জুলাই, ২০১৮

সিঙ্গাপুরে ১৫ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য হ্যাকড

সিঙ্গাপুরে ১৫ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা, যা দেশটির মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ। সরকারের বিবৃতিতে বলা হয়েছে, সুপরিকল্পিত ও সুচিন্তিতভাবে সরকারের স্বাস্থ্য তথ্যভা-ারে হামলা চালানো হয়েছে। যারা ২০১৫ সালের ১ মে থেকে চলতি বছর ৪ জুলাই পর্যন্ত ক্লিনিকে চিকিৎসা নিয়েছে, তাদের লক্ষ্যবস্তু করেছে হ্যাকররা। যেসব তথ্য হাতিয়ে নেওয়া সেগুলোর মধ্যে নাম, ঠিকানা রয়েছে। তবে কোনো চিকিৎসা সংক্রান্ত তথ্য নেওয়া হয়নি।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়েরও তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকররা। এর মধ্যে ক্লিনিক থেকে যে চিকিৎসা দেওয়া হয় সেটা আছে। লি দুইবার ক্যানসারের চিকিৎসা নিয়েছেন। সিঙ্গাপুরের স্বাস্থ্যসেবা বিষয়ক বৃহৎ গ্রুপ ‘সিংহেলথ’-এর তথ্যভান্ডারে হ্যাকাররা প্রবেশ করে ম্যালওয়ারের মাধ্যমে। সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস জানিয়েছে, সিংহেলথ সাময়িকভাবে ২৮ হাজার কম্পিউটারে কর্মচারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist