আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ জুলাই, ২০১৮

লিবীয় উপকূল থেকে ১৬০ শরণার্থী উদ্ধার

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে কমপক্ষে ১৫৮ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদের কাছে বৈধ কোনো কাগজপত্রই ছিল না। সোমবার দেশটির নৌবাহিনীর তরফ থেকে এ তথ্য জানানো হয়।

দেশটির নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় খোমাস থেকে ২৬ মাইল দূরে সাগরের পানিতে ভেসে থাকা শরণার্থীদের উদ্ধার করা হয়। তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। ২০১১ সালে লিবিয়ার কেন্দ্রীয় সরকারের পতন হয়। তারপর থেকেই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূল অবৈধ অভিবাসীদের কাছে গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়। এই রুট ব্যবহার করেই শরণার্থীরা ইতালি এবং ইউরোপের অন্যান্য দেশে পাড়ি জমাচ্ছে। প্রতি বছর কয়েক হাজার শরণার্থী বিপজ্জনক সাগরপথ পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। এতে সাগরে ডুবে বহু মানুষ প্রাণও হারাচ্ছে। লিবিয়া দিয়ে ইতালি এবং ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দেয়া শরণার্থীদের মধ্যে অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist