আন্তর্জাতিক ডেস্ক

  ১২ জুলাই, ২০১৮

জন্মদিন পালন করতে সেই গুহায়!

থাইল্যান্ডের কিশোর ফুটবল দলের একজনের জন্মদিন ছিল। দলের সবাই মিলে পরিকল্পনা করল গুহাতেই জন্মদিনটা পালন করা যাক। সঙ্গে যাবে জন্মদিনের খাবার-দাবার। যেই ভাবা সেই কাজ! থাম লুয়াং গুহায় প্রবেশ করে ১২ জন কিশোর ফুটবলার আর তাদের কোচ। এরপরের ঘটনা সারাবিশ্বই জানে। থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের ওই গুহায় গত ২৩ জুন আটকা পড়ে ১৩ জন। গুহায় ঢোকার পর বন্যার পানিতে আটকা পড়ে তারা। ৯ দিন পর্যন্ত কোনো খবরই ছিল না তাদের। গত ২ জুলাই ডুবুরিরা সন্ধান পায় তাদের। গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত একে একে ১৩ জনকে উদ্ধার করে ডুবুরিরা। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, দলের সবচেয়ে বয়স্ক সদস্যের নাম পিরাপাট সমপিয়ানজাই (নাইট)। তার ১৭তম জন্মদিনের পালন করার জন্য সবার ওই গুহায় যাওয়া! দলটি মিলে পরিকল্পনা করে নাইটের জন্মদিন পালন করবে ওই গুহায় গিয়ে। সঙ্গে করে খাবার-দাবারও নিয়ে যায়। আর সেখানে গিয়েই আটকা পড়ে যায় দলটি। তবে জন্মদিনের খাবারটাই কাজে এসেছে। ওই খাবার খেয়েই ৯ দিন কাটিয়েছে কিশোররা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist