আন্তর্জাতিক ডেস্ক

  ২১ জুন, ২০১৮

বিনোদনের জন্য গাঁজা!

কানাডার সংসদের উচ্চকক্ষ সিনেটে সংশোধিত বিল পাসের মধ্য দিয়ে দেশটিতে বিনোদনের উদ্দেশে গাঁজা সেবনকে বৈধ হিসেবে ঘোষণা করেছে। জি-৭ভুক্ত দেশগুলোর মধ্যে কানাডাই প্রথম দেশ হিসেবে গাঁজাকে বৈধতা দিল।

গত মঙ্গলবার নির্বাচিত প্রতিনিধিদের সাধারণ কক্ষের এক সভায় ৫২-২৯ ভোটে গাঁজাকে সম্পূর্ণ বৈধ ঘোষণা করা হয়। এতে আগামী ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে দেশব্যাপী গাঁজার একটি বৈধ বাজারব্যবস্থা চালু হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টির ২০১৫ সালের নির্বাচনী প্রচারণার অন্যতম প্রতিশ্রুতি ছিল গাঁজাকে বৈধতা দেওয়া। তারই ফলশ্রুতিতে পাস হলো এই বিল। বিল পাসের পক্ষে বলা হয় এতে করে কমবয়সীরা সহজে গাঁজা সংগ্রহ করতে পারবে না, গাঁজা সংশ্লিষ্ট অপরাধপ্রবণতাও কমবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist