আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ জুন, ২০১৮

ট্রাম্প-কিমের মধ্যাহ্নভোজে এলাহি আয়োজন

তাদের বৈঠক ঘিরে জল্পনার পারদ চড়ছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার সিঙ্গাপুরের স্যান্টোসার ক্যাপিলা হোটেলে মুখোমুখি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন। এই বৈঠকের দিকে তাকিয়ে ছিল গোটা দুনিয়া। কিন্তু শুধু বৈঠকই নয়, এদিন ক্যাপিলা হোটেলে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যাহ্নভোজও উঠে এলো খবরের শিরোনামে।

মার্কিন প্রেসিডেন্ট এবং উত্তর কোরিয়ার শাসকের মধ্যাহ্নভোজও এক কথায় ‘হাই প্রোফাইল’। কী ছিল না তাতে! হোয়াইট হাউস সূত্রে খবর, মঙ্গলবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বেলা ১১টায় মধ্যাহ্নভোজ সারেন কিম ও ট্রাম্প। মধ্যাহ্নভোজের প্রথমেই ছিল প্রন ককটেল সালাদ। সঙ্গে কাঁচা আম আর মধুর সালাদও। যার স্থানীয় নাম ‘গ্রিন ম্যাঙ্গো কেরেবু’। ছিল ইয়ংঝু ফ্রায়েড রাইস, সঙ্গে গরুর পাজরের মাংস দিয়ে তৈরি বিশেষ পদ। এই মাংসের পদটি পরিবেশন করা হয় সিদ্ধ আলু আর ব্রোকলি দিয়ে। সঙ্গে রেড ওয়াইন। ছিল অক্টোপাসের বিশেষ পদও। ‘স্টাফ্ড কিউকাম্বার’ নামে কোরিয়ার বিশেষ একটি পদও ছিল এ দিন। সঙ্গে ছিল কিমের বিশেষ পছন্দের ‘সুইট অ্যান্ড সাওয়ার ক্রিসপি পর্ক’ (টক মিষ্টি শূকরের মাংস), চিকেন ও চিলি সস। এ ছাড়াও ছিল ফ্রেঞ্চ পদ বিফ শর্ট রিব কনফিট-পটেটো ডাউফিনিওস। আর শেষ পাতে ডেজার্ট। সেখানেও চমক ছিল। ডার্ক চকোলেট, চেরি কুকিজ, ভ্যানিলা আইসক্রিমসহ সবই ছিল তাতে। শুধু দুই রাষ্ট্রনেতার জন্যই নয়। যেসব সাংবাদিক এই বৈঠক কাভার করতে গিয়েছেন তাদের রসনা তৃপ্তিতেও কোনো কমতি ছিল না।

৪৫ রকমের খাবারের আয়োজন করা হয় কেবল সাংবাদিকদের জন্যই। ছিল ভারতীয় পাঁপড়, পোলাও, চিকেন কারিসহ একাধিক জিভে জল আনা পদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist