আন্তর্জাতিক ডেস্ক

  ১১ জুন, ২০১৮

মার্কিন নিয়ন্ত্রিত এলাকাতেই আইএস তৎপর

সিরিয়ার যেসব এলাকায় মার্কিন সেনাদের দখলদারিত্ব রয়েছে, সেসব এলাকায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা আইএসের তৎপরতা রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ গত শনিবার এ কথা জানিয়েছেন।

রাশিয়া ও ইরানের সহায়তায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশের জনগণের ওপর বিপর্যয় সৃষ্টি করেছেন বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস এ মন্তব্য করার পর রুশ সামরিক মুখপাত্র এ কথা বললেন। তিনি বলেন, সিরিয়ার বর্তমান অবস্থা অনুসারে আমরা পেন্টাগনের প্রধানকে সিরিয়ার মানচিত্র পর্যবেক্ষণের পরামর্শ দেব। যেসব জায়গায় আইএসের তৎপরতা রয়েছে সেসব এলাকায়ই মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।

জেনারেল কোনাশেংকভ বলেন, একমাত্র আমেরিকা ও কথিত আন্তর্জাতিক জোটের চক্রান্তের কারণেই সিরিয়ায় আইএসের বিস্তার ঘটেছে। সব সময় মার্কিন সরকার সিরিয়ার বিরোধীদের সরাসরি অস্ত্র ও অর্থ জোগান দিয়ে এসেছে এবং সেই অস্ত্র আল-কায়েদার শাখা জাবহাতুন-নুসরা ও আইএস সন্ত্রাসীদের হাতে পড়েছে। এ দুই গোষ্ঠী আমেরিকার মতো সিরিয়ার বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist