আন্তর্জাতিক ডেস্ক

  ২০ মে, ২০১৮

তেহরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখতে চায় ইইউ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ব্রাসেলসে ইইউ কাউন্সিলে যাচ্ছেন। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্র ইরান পরমাণু চুক্তি প্রত্যাহার করে দেশটির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করলেও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তেহরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রাখতে চায়।

বিষয়টি আশ্বস্ত করতে ইউরোপিয়ান এনার্জি অ্যান্ড ক্লাইমেট কমিশনার মিগুয়েল আরিয়াস ক্যানেট আগামী দুই দিনে ইরানের প্রভাবশালী পাঁচ মন্ত্রীর সঙ্গে দেখা করবেন। তাদের মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পরমাণুবিষয়ক প্রধান এবং তেলমন্ত্রী রয়েছেন।

‘সবচেয়ে খারাপ চুক্তি’ হিসেবে বর্ণনা করে গত ১২ মে ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে দেশটির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে গেলেও ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি ইরান পরমাণু চুক্তি অব্যাহত রাখতে চায়।

ইউরোপীয় ইউনিয়নও ২০১৫ সালের ওই চুক্তিতে সমর্থন দিয়েছে। ইউরোপের বিভিন্ন দেশের অনেক কোম্পানির ইরানের সঙ্গে ব্যবসা রয়েছে। তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের পুনরায় বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে।

ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের পর ইইউভুক্ত দেশগুলোর বিভিন্ন কোম্পানির ইরান থেকে ব্যবসা গুটিয়ে নেওয়া আটকাতে সেগুলোর ওপর জরিমানা আরোপের কথা বিবেচনা করছে ব্রাসেল।

জরিমানা এড়াতে ইউরোপের দেশগুলোর সরকারকে ইরানের কেন্দ্রীয় ব্যাংকে অর্থ পাঠানোর আহ্বানও জানিয়েছেন ইইউ নেতারা। কিন্তু এ পরিকল্পনায় অনেক সীমাবদ্ধতা আছে বলেও তারা স্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পর ইউরোপের অনেক কোম্পানি তেহরানে ব্যবসা গুটিয়ে ফেলা শুরু করেছে। তাদের আশঙ্কা তেহরানে ব্যবসা চালিয়ে গেছে তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। ইইউর এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আমাদের হাতে কোনো জাদুর কাঠি নেই, যার মাধ্যমে আমরা ইরানকে কিছুটা আশ্বস্ত করার চেষ্টা করব।’

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘ইইউর এই মিশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ইরান পরমাণু চুক্তিতে ইইউর অবিচলতা এবং নিজেদের দেওয়া প্রতিশ্রুতিতে অটল থাকার ইঙ্গিত দিচ্ছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist