আন্তর্জাতিক ডেস্ক

  ১২ মে, ২০১৮

জেগে উঠেছে মাউন্ট মিরাপি, আকাশে উড়ছে ধোঁয়া

ইন্দোনেশিয়ার জাভা উপদ্বীপে জেগে উঠেছে মাউন্ট মিরাপি। আগ্নেয়গিরিটি থেকে নির্গত ধোঁয়া আশপাশে ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে বন্ধ করে দেওয়া হয়েছে একটি বিমানবন্দর। ক্ষয়ক্ষতি এড়াতে আগ্নেয়গিরিটির ৩ কিলোমিটার এলাকায় অবস্থানকারীদের দ্রুত নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ১৮ হাজার ফুট দীর্ঘ আগ্নেয়গিরিটি এর আগে ২০১০ সালের জেগে উঠে। এর লাভায় সে সময় অন্তত সাড়ে ৩০০ মানুষের প্রাণহানি হয়। সুতোপো পুরো নুগরাহো নামে এক মুখপাত্র জানিয়েছেন, এরই মধ্যে ১২০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে, আগ্নেয়গিরিটির নিকটবর্তী সবচেয়ে বড় শহর যোগিকার্তা প্লেন চলাচল বিঘœ ঘটার আশঙ্কায় একমাত্র বিমানবন্দরটি বন্ধ করে দিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist