আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ এপ্রিল, ২০১৮

ট্রেন ও স্কুল বাসের সংঘর্ষে ১১ শিক্ষার্থী নিহত

ভারতের উত্তর প্রদেশের কুশিনগর এলাকায় ট্রেনের সঙ্গে একটি স্কুল বাসের সংঘর্ষ হয়েছে। এতে ১১ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরো আটজন। গতকাল গোড়াকপুরের কাছে এ ঘটনা ঘটে বলে রেলওয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। ওই কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ডিভাইন পাবলিক স্কুলের একটি বাসের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। ওই বাসে ২৫ শিক্ষার্থী ছিল। এদের বয়স ১০-এর নিচে। ঘটনাস্থলেই ১১ শিশু নিহত হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

রেলওয়ে কর্মকর্তা আরো জানান, ওই রেলক্রসিংয়ে একজন গেটকিপার ছিলেন। তিনি স্কুল বাসটিকে থামানোর চেষ্টা করেছিলেন। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ার জন্য একটি মেডিকেল ট্রেন গোড়াকপুর থেকে গেছে বলে জানান ওই কর্মকর্তা। এদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে দুই লাখ রুপি দেওয়ার ঘোষণাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist