আন্তর্জাতিক ডেস্ক

  ১২ এপ্রিল, ২০১৮

চীনা সামরিক ঘাঁটি হচ্ছে না ভানুয়াতুতে

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপ ভানুয়াতুতে সামরিক ঘাঁটি স্থাপন করছে চীন, এমন একটি সংবাদে টনক নড়ে অস্ট্রেলিয়ার। তবে, এ খবর প্রকাশিত হওয়ার পর ঘটনাটি সত্য নয় বলে জানিয়েছে চীন। ফেয়ারফ্যাক্স মিডিয়া নামে একটি সংবাদমাধ্যম জানিয়েছে, অনেক বছর ধরেই চীনা জাহাজগুলো জ্বালানি সংগ্রহ ও মেরামত কাজের জন্য ভানুয়াতুর বন্দর ব্যবহার করছে। তারই ধারাবাহিকতায় বেইজিং সেখানে ঘাঁটি স্থাপনের পরিকল্পনা নিয়েছে।

সম্প্রতি আশপাশের দেশগুলোতে চীনা সামরিক উপস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছে বহু দেশই। তবে, চীনা ঘাঁটি স্থাপনের এ খবর অস্বীকার করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন, ভানুয়াতুর হাইকমিশনার আমাদের নিশ্চিত করেছেন যে, সেখানে কোনো চীনা সামরিক ঘাঁটি স্থাপন করা হচ্ছে না। অস্ট্রেলিয়া থেকে এক হাজার ২০০ মাইল দূরের দ্বীপ দেশ ভানুয়াতু। দেশটিতে ঘাঁটি স্থাপন করা হলে সেটি হবে দেশের বাইরে চীনের দ্বিতীয় সামরিক ঘাঁটি। সম্প্রতি আফ্রিকার জিবুতিতে সামরিক ঘাঁটি স্থাপন করেছে চীন। ভানুয়াতুতে চীনের ঘাঁটি হলে সেটি শুধু চীনের ক্রমবর্ধমান সামরিক উচ্চাকাক্সক্ষার প্রতিফলনই নয়, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকার ক্ষমতার ভারসাম্যই বদলে দেবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে বলেছে, রিপোর্টের বিষয়টি একেবারেই সত্য নয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সরাসরি এই খবরকে ভুয়া বলে দাবি করেছেন। সিএনএন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist