আন্তর্জাতিক ডেস্ক

  ২১ মার্চ, ২০১৮

সিউল-মার্কিন সামরিক মহড়ার সময় কমছে এক মাস

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিলম্বিত যৌথ সামরিক মহড়ায় সময় এক মাস কমানো হচ্ছে। উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বরফ গলার প্রেক্ষাপটে সিউল এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মঙ্গলবার সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র একথা জানান। ওই মুখপাত্র এএফপিকে বলেন, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক গেমসের কারণে শুরু করতে বিলম্ব হওয়ায় ‘ফোয়াল ইগল’ নামের এ যৌথ সামরিক মহড়া এপ্রিল মাস ধরে অনুষ্ঠিত হবে। প্রত্যেক সামরিক বাহিনীর তাদের নিজস্ব কর্মসূচি থাকায় এটি করতে হচ্ছে। গত বছর মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত দুই মাস ধরে এ সামরিক মহড়া চালানো হয়েছিল। গত মাসে দক্ষিণ কোরিয়ার পিয়ংচংয়ে শীতকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়ায় সাংঘর্ষিক অবস্থা এড়াতে এ বছরের সামরিক মহড়া বিলম্বিত করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist