আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ মার্চ, ২০১৮

ইসলামাবাদে ফের হেনস্তা ভারতীয় কূটনীতিকদের

শপিং থেকে ফিরছিলেন পাকিস্তানে ভারতীয় দূতাবাসের কর্মীরা। আচমকাই বিপত্তি। হঠাৎই যেন মাটি ফুঁড়ে হাজির এক দল লোক। অশ্লীল ভাষায় গালাগাল, সঙ্গে ধাক্কাধাক্কি। কোনোক্রমে রেহাই পান ভারতীয় দূতাবাসকর্মীরা। শেষ তিন দিনে এই নিয়ে দ্বিতীয়বার ভারতীয় কূটনীতিকদের পাকিস্তানে হেনস্থার মুখে পড়তে হল। বিষয়টি নিয়ে পাকিস্তানের কাছে সরকারিভাবে অভিযোগ জানিয়েছে দিল্লি; যা চলতি বছরেই ইসলামাবাদের কাছে দিল্লির ১২তম অভিযোগ।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগপত্রে গত বৃহস্পতিবারের একটি ঘটনারও উল্লেখ করা হয়েছে। ওই রাতে ইসলামাবাদের রেস্তোরাঁয় পরিবার-পরিজনদের নিয়ে খেয়ে ফেরার পথে কূটনীতিকের গাড়ি ধাওয়া করে এক দল মোটরবাইক আরোহী। কিন্তু এরা কারা? ভারতের আশঙ্কা, এরা পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের বিশেষ দল।

পুরো ঘটনায় ভারতের উদ্বেগ যে বাড়ছে, তাতে সন্দেহের অবকাশ নেই। পাকিস্তানে কর্মরত ভারতীয় দূতাবাস কর্মীদের উদ্দেশে সতর্কবার্তা পাঠিয়ে দিল্লি বলেছে, ‘খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। যদি বের হতেই হয়, তবে ব্যক্তিগত গাড়ি নয়। ব্যবহার করুন দূতাবাসের নম্বর প্লেট লাগানো গাড়ি।’

অনেকেই বলছেন, পাকিস্তান-ভারতের সম্পর্কের যে চাপা উত্তেজনা, তা আর সীমান্তের গুলি-গোলায় আটকে নেই। প্রভাব পড়ছে পাকিস্তানে কর্মরত ভারতীয় কূটনীতিকদের জীবনেও। যদিও পাকিস্থানের গলাতেও একই সুর। ভারতে তাদের কূটনীতিকদের ওপর হেনস্থার অভিযোগ তুলেছে পাকিস্তানও। বিষযটি নিয়ে অলোচনার জন্য তারা পাক হাইকমিশনার সোহেল মেহমুদকে দেশে ফিরিয়ে নিয়ে গিয়েছে।

যদিও ভারতের দাবি, পাক কূটনীতিকদের ওপর হেনস্থার যে অভিযোগ ইসলামাবাদ তুলেছে, তা মিথ্যে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, চলতি বছরেই পাকিস্তানে ১২ কূটনীতিককে হেনস্থা করা হয়েছে। আগে ব্যাপারটা উপেক্ষা করা হয়েছে ঠিকই। এখন কিন্তু তা চলে গিয়েছে সহ্যের বাইরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist