আন্তর্জাতিক ডেস্ক

  ১০ মার্চ, ২০১৮

মোদির মূর্তিরও নাক ভাঙা

ভারতের মূর্তি ভাঙার রাজনীতি এখনো চলছে! এবার দুষ্কৃতকারীদের রোষের মুখে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূর্তি। উত্তরপ্রদেশের কৌশাম্বিতে শিব মন্দিরে স্থাপিত মোদির মূর্তির নাক ভাঙা অবস্থায় পাওয়া গেছে। কয়েকদিন ধরে ভারতজুড়ে যে মূর্তি ভাঙার ঘটনা ঘটছে তাতে সুভাষ চন্দ্রের পর আরেক নতুন সংযোজন। ভগবানপুর বহুগারা গ্রামের ঘটনা। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে এলাকার শিব মন্দিরে নরেন্দ্র মোদির মূর্তি স্থাপন করেন বিজেপি নেতা ব্রজেন্দ্র নারায়াণ মিশ্র। গত বৃহস্পতিবার সেই মূর্তিটির নাক ভাঙা অবস্থায় দেখা যায়।

মোদি যাতে প্রধানমন্ত্রী হন, তার জন্য রোজ ওই মন্দিরে প্রার্থনা করতেন গ্রামবাসীরা। মোদির জয়ের পর সেই প্রার্থনা বন্ধ হলেও এখনো অনেকেই মন্দির পরিদর্শনে যান। কে বা কারা মোদির মূর্তি ভেঙেছে, সে ব্যাপারে স্পষ্টভাবে কিছু জানতে না পারলেও পুলিশে অভিযোগ জানাবেন বলে ঠিক করেছেন স্থানীয় মানুষ। সরাই আকিল পুলিশ স্টেশনের হাউস অফিসার উমা শঙ্কর যাদব জানিয়েছেন, মূর্তি নষ্ট করার ঘটনা সম্পর্কে তারা এখনো অবগত নন। শুরুটা হয়েছিল ত্রিপুরাতে বিজেপির জয়ের পর লেনিনের মূর্তি ভাঙা দিয়ে। এরপর গোটা ভারতের বিভিন্ন অংশ চোখের বদলে চোখ ওপড়ে ফেলার ঘৃণ্য রাজনীতিতে মেতেছে। দক্ষিণ ভারতে পেরিয়ারের মূর্তি ভাঙা হয়, পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালি লাগানো হয়, আক্রমণ থেকে ছাড় পায়নি কেরালার গান্ধি মূর্তিও। এমনকি এই রাজনৈতিক আক্রমণের শিকার হয় নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist