আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ মার্চ, ২০১৮

মেলানিয়া কি আদৌ ‘যোগ্য’

সম্পর্কের সুতো ধরে আরো কেউ আমেরিকার আশ্রয় পাক, তা চান না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ অভিবাসন প্রশ্নে এবার তারই পরিবারের বিরুদ্ধে আঙুল তুলছেন বিরোধীরা। নিশানায় ‘ফার্স্টলেডি’ মেলানিয়া ও তার স্লোভেনীয় বৃদ্ধ বাবা-মা।

মডেল মেলানিয়ার জন্ম স্লোভেনিয়ায়। প্রেসিডেন্ট ওবামার আমলে ২০০১-এ তিনি তার কাজে ‘অসামান্য দক্ষতা’র স্বীকৃতিস্বরূপ মার্কিন ভিসার ইবি-ওয়ান প্রোগ্রামে গ্রিন কার্ড পান। যার পোশাকি নামÑ‘আইনস্টাইন ভিসা’। পাকাপাকি মার্কিন নিবাসী হওয়ার ক্ষেত্রে সাধারণত এই ভিসা দেওয়া হয় অলিম্পিকস খেতাবধারী প্রতিযোগী, অস্কারজয়ী অভিনেতা, নামজাদা গবেষক বা আন্তর্জাতিক ব্যবসায়ীকে। বিরোধীদের অভিযোগ, মেলানিয়া তখন শুধু ‘ট্রাম্পের বান্ধবী’ হওয়ার সুবাদেই ওই ভিসা পেয়ে যান। শোনা যাচ্ছে, মেয়েজামাইয়ের খাতিরে শিগগিরই মার্কিন নাগরিকত্ব পেতে চলেছেন মেলানিয়ার মা-বাবাও। ‘চেন-মাইগ্রেশন’-এর কট্টর বিরোধী ট্রাম্পকে এ নিয়েও বিঁধছেন বিরোধীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist