আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ মার্চ, ২০১৮

সৌদি বাদশাহর প্রথম বিদেশ সফর শুরু

সৌদি আরবের নতুন তরুণ বাদশাহ প্রিন্স মোহাম্মদ বিন সালমান সিংহাসনে আরোহণ করার পর প্রথম বিদেশ সফর শুরু করেছেন রোববার। প্রাচীন সভ্যতার লীলাভূমি প্রতিবেশী দেশ মিসরের রাজধানী কায়রোতে পা রাখার মধ্য দিয়ে তিনি তার দুই দিনের আনুষ্ঠানিক সফর শুরু করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো রোববার এ খবর দিয়েছে। খবরে বলা হয়, ক্ষমতা গ্রহণের পর রোববারই প্রথম বেশ কয়েকটি দেশে শুভেচ্ছা সফরের প্রথম ধাপ শুরু করলেন সৌদি আরবে নবচেতনা ও সংস্কার মুক্তির এই অগ্রদূত। মিসর থেকে তিনি যাবেন যুক্তরাজ্যে। সেখানে বুধবার তিনি বৈঠক করবেন প্রধানমন্ত্রী টেরিসা মের সঙ্গে। এরপর ১৯ থেকে ২২ মার্চ তিনি যুক্তরাষ্ট্র সফর করবেন।

সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্র মিসরে চলতি মাসের শেষ দিকে প্রেসিডেন্ট নির্বাচন। এ সময়ে প্রিন্স সালমানের এই সফর ক্ষমতাসীন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির প্রতি সৌদি আরবের সমর্থনেরই ইঙ্গিতবাহী। নির্বাচনে আল সিসি চার বছর মেয়াদে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

মিসর ছাড়াও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে প্রিন্স মোহাম্মদ বিন সালমানের এই শুভেচ্ছা সফরের একাধিক উদ্দেশ্য রয়েছে। প্রথমত. ক্ষমতাগ্রহণের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে তিনি যে ধরপাকড় শুরু করেছিলেন, তাতে ধনকুবের ও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই আতঙ্ক দূর করে বিশ্বের বড় বড় বিনিয়োগকারীকে সৌদি আরবে বিনিয়োগে আকৃষ্ট করার চেষ্টা তিনি করবেন এবার।

অন্যদিকে সৌদি আরবের এ যাবৎকালের সবচেয়ে উদার ও মুক্তমনা আধুনিক শাসক নিজেকে তুলে ধরাও আরেক উদ্দেশ্য তার এই সফরের। উগ্রপন্থিদের ও ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে গত বছরের জুনে যে কটি দেশ একযোগে কাতারকে বয়কট করেছে, সৌদি আরব ও মিসরও সেই জোটের অংশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist