আন্তর্জাতিক ডেস্ক

  ২০ ফেব্রুয়ারি, ২০১৮

বোমা বিস্ফোরণে কংগ্রেস প্রার্থীসহ নিহত ৪

ভারতের মেঘালয় রাজ্যে বোমা বিস্ফোরণে বিধানসভার কংগ্রেস দলীয় এক প্রার্থীসহ চারজন নিহত হয়েছেন। রোববার রাতে মেঘালয়ের পূর্ব গাড়ো পাহাড় এলাকায় ঘরে তৈরি একটি বোমা (আইইডি) বিস্ফোরণে তারা নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। ভারতের জাতীয় কংগ্রেস দলের স্থানীয় নেতা জোনাথন এন সাংমা আগামী সপ্তাহের বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিলেন।

কর্মকর্তারা জানিয়েছেন, একটি জনসভা থেকে ফেরার সময় তাদের গাড়িবহর লক্ষ্য করে আগে থেকে পেতে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় এতে সাংমার পাশাপাশি তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ও দুজন দলীয় কর্মী নিহত হন। পুলিশ জানিয়েছে, গাড়ো পাহাড় এলাকায় তৎপর সন্দেহভাজন ‘সন্ত্রাসীরা’ হামলাটি চলিয়েছে বলে মনে করা হচ্ছে।

জেলা হাকিম রামকুমার শর্মা বলেছেন, ‘কংগ্রেস প্রার্থীর লাশসহ ঘটনাস্থলে চারটি লাশ পাওয়া গেছে।’ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। এই টুইটে তিনি বলেছেন, ‘রাষ্ট্রের শত্রুরা নিরপরাধ মানুষের রক্ত ঝরিয়ে মেঘালয়ের শান্তি নষ্ট করতে পারবে না।’ নির্বাচনের আগে এ ধরনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রাজ্য বিজেপি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ২০১৩ সালেন নির্বাচনের সময় সাংমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল, তখন হুমকির গুরুত্ব উপলব্ধি করে তাকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয়েছিল। আগামী ২৭ ফেব্রুয়ারি ৬০ সদস্যের মেঘালয় বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist