আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ ফেব্রুয়ারি, ২০১৮

তরমুজ কেটে বিশ্ব রেকর্ড!

গিনেস বুকে জায়গা করে নিতে কতজন কত কিছুই না করেন! বিশ্ব রেকর্ড গড়তে মার্শাল আর্টিস্ট ভিসপে জিমি কারাদি এবং মার্শাল আর্টিস্ট ভিসপি বাজি কাসাদ নামের দুই ভারতীয় যুবক মারাত্মক ঝুঁকি গ্রহণ করেন। একজন পেটের ওপর তরমুজ রাখবেন আর অন্যজন একটি ধারালো তলোয়ার দিয়ে দুই টুকরো করবেন সেই তরমুজ! একটু এদিক-ওদিক হলেই তলোয়ারের আঘাতে কেটে যাবে পেট। এমনই ঝুঁকি নিয়ে এই যুগল এক মিনিটে পেটের ওপরে কেটেছেন ৪৯টি তরমুজ। এর আগে একইভাবে এক মিনিটে ৪৮টি তরমুজ কাটার রেকর্ড ছিল। কারাদি বলেন, তরমুজ কাটার কাজে ব্যবহৃত তলোয়ারটি এতটাই ধারালো যে, এক মিনিটে অনায়াসে ৪৯টি তরমুজ কেটে ফেলতে সক্ষম হয়েছে। সুতরাং একটু ভুল হলেই এর জন্য চরম মূল্য দিতে হতো। কিন্তু দীর্ঘ চর্চার কারণেই কোনো বিপদ ছাড়া সফলভাবে পুরো কাজটি সম্পন্ন করতে পেরেছি। তারা স্বপ্ন দেখেন, দেশের জন্য অন্তত ১০টি রেকর্ড গড়ার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist