reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি, ২০১৮

খেলোয়াড়ের মৃত্যুকে অভিবাসীদের বিরুদ্ধে ব্যবহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সড়ক দুর্ঘটনায় একজন এনএফএল খেলোয়াড়ের মৃত্যুকে সীমান্ত সুরক্ষা কঠোর করার পক্ষে ব্যবহার করেছেন। গত মঙ্গলবার তিনি এ ঘটনার জন্য অনিবন্ধিত অভিবাসীদের দায়ী করেছেন। ইন্ডিয়ানাপোলিস কোল্টস খেলোয়াড় এডউইন জ্যাকসন ও অপর এক ব্যক্তির মৃত্যুর দুদিন পর ট্রাম্প সন্দেহভাজন অপরাধী মাতাল গাড়িচালকের বিষয়টি তুলে ধরলেন। ওই গাড়িচালককে দুবার যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়। লোকটি আবার অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। ট্রাম্প টুইটারে বলেন, ‘এটা অত্যন্ত লজ্জাজনক যে, এক ব্যক্তি অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করে এডউইন জ্যাকসনকে মেরে ফেলেছে। এটা এ ধরনের প্রতিরোধযোগ্য অনেক মর্মান্তিক ঘটনার মধ্যে একটি ঘটনা মাত্র। আমাদের অবশ্যই খুব তাড়াতাড়ি সীমান্ত সুরক্ষা জোরদার এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আরো কঠোর হতে হবে।’

৩৭ বছর বয়সী গুয়াতেমালার নাগরিক ম্যানুয়েল ওরেগো জাভালার কালো রঙের ফোর্ড এফ-১৫০ পিকআপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জ্যাকসনের গাড়িকে ধাক্কা দেয়। এতে তিনি ও তার গাড়ির চালক নিহত হন।

তারা দুজন এ সময় তাদের গাড়িকে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ বিষয়ে অভিবাসন কর্তৃপক্ষ স্থানীয় পুলিশের সঙ্গে কাজ করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist