আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ ফেব্রুয়ারি, ২০১৮

অস্ট্রেলিয়ার কারাগারে যৌন নিপীড়নের অভিযোগ

অস্ট্রেলিয়ার কারাগারে প্রতিবন্ধীদের যৌন নির্যাতন এবং শারীরিকভাবে হেনস্থার অভিযোগ উঠেছে। এমনকি শারীরিক প্রতিবন্ধীদের সুরক্ষার বিষয়টি চিন্তা না করেই কারাগারে তাদের রেখে দেওয়ারও অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ ধরনের অভিযোগ তুলে ধরেছে মানবাধিকারবিষয়ক সংগঠনটি। দেশটির পশ্চিমাঞ্চলের ১৪টি কারাগার পর্যবেক্ষণ করে তারা এ ধরনের অভিযোগের সত্যতা পেয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রয়োজনের তুলনায় টয়লেটের সংখ্যা কম হওয়ার কারণে প্রতিবন্ধী কারাবন্দিরা ন্যাপকিন পরে থাকেন। অস্ট্রেলিয়ার মানবাধিকার বিষয়ক সংগঠনের পক্ষ থেকেও বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, মানসিক প্রতিবন্ধী কারাবন্দিকে ২২ ঘণ্টারও বেশি সময় কোনোখানে আটকে রাখা হয়।

ফলে তাদের ওপর এর বিরূপ প্রভাব পড়বে বলেও সতর্ক করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist