আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ ফেব্রুয়ারি, ২০১৮

মস্কোতে রেকর্ড তুষারপাত সেনাবাহিনী তলব

রাশিয়ার রাজধানী মস্কোতে রেকর্ড পরিমাণ তুষারপাতে বিমান চলাচলে বিঘœ ঘটেছে, শত শত গাছ উপড়ে পড়েছে এবং সড়ক ও ফুটপাতগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ অবস্থায় নগরীর রাস্তাগুলো পরিষ্কার করার জন্য সেনাবাহিনীকে তলব করেছে মস্কোর কর্তৃপক্ষ, খবর বার্তা সংস্থা রয়টার্সের। তাপমাত্রা ক্রমাগত জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় শনি-রোববার সাপ্তাহিক ছুটির সময় মস্কোতে টানা ৩৬ ঘণ্টায় প্রায় এক মাসের সমপরিমাণ তুষারপাত হয়। আবহাওয়ার রেকর্ড রাখা শুরু করার পর থেকে রাশিয়ার রাজধানীতে এটিই সবচেয়ে বেশি তুষারপাতের ঘটনা।

এ ঘটনাকে ‘শতাব্দীর তুষারপাত’ বলে বর্ণনা করেছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। তিনি জানিয়েছেন, তুষারের ভারে একটি গাছ ইলেকট্রিক লাইনের ওপর পড়ার পর তার ছিঁড়ে একজন নিহত হয়েছেন। তুষারের ভারে দুই হাজারেরও বেশি গাছ উপড়ে পড়েছে বলেও জানিয়েছেন তিনি। অন্যান্য ঘটনায় আরো অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সোবিয়ানিন। রাশিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী মস্কোর বিভিন্ন এলাকা ও এর আশপাশের এলাকাগুলো থেকে তুষার পরিষ্কার জন্য তারা ১০০ সৈন্য, দুটি তুষার পরিষ্কার করার ট্রাক্টর ও একটি ট্রাক পাঠিয়েছে। গত সোমবার তাপমাত্রা মাইনাস ১২ ডিগ্রি থাকায় মস্কোর স্কুলগুলো সেদিনের মতো বন্ধ রাখা হয়েছিল।

রাজধানীর বাসিন্দাদের তাদের গাড়ি বাড়িতে রেখে তার বদলে চলাচলের জন্য গণপরিবহন ব্যবহার করতে উৎসাহিত করছে কর্তৃপক্ষ।

রাস্তাগুলোতে প্রচুর তুষার জমে থাকায় চলাচল কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন মস্কোর বাসিন্দা লিলিয়া বেলকিনা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist