আন্তর্জাতিক ডেস্ক

  ০১ ফেব্রুয়ারি, ২০১৮

সাহারায় ডাইনোসরের জীবাশ্ম

সাহারা মরুভূমিতে মিলল ডাইনোসরের জীবাশ্ম। মিসরের মানসুরা বিশ্ববিদ্যালয়ের প্রতœতাত্ত্বিক বিভাগের গবেষক হেশাম সালামের নেতৃত্বে একদল গবেষক সম্প্রতি সাহারা মরুভূমিতে খুঁজে পেয়েছেন ওই ডাইনোসরের জীবাশ্ম। ক্রিটেসাস যুগের লম্বা গলা তৃণভোজী টাইট্যানোসরাস প্রজাতির ওই ডাইনোসরগুলো টাইট্যানোসরাসের মতো অত বিশালাকৃতির না হলেও আফ্রিকার বিশাল ষাঁড় বা বড় একটি স্কুল বাসের সমান।

মানসুরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সাহারায় ওই ডাইনোসর খুঁজে পেয়েছেন বলে তারা সেটির নাম দিয়েছেন মানসুরাসরাস সাহানায়ে। বিজ্ঞান পত্রিকা নেচার ইকোলজি অ্যান্ড ইভোলিউশনে প্রকাশিত ওই রিপোর্টে বিজ্ঞানীরা বলছেন, নতুন প্রজাতির এই ডাইনোসর দক্ষিণ আফ্রিকা বা দক্ষিণ আমেরিকায় খুঁজে পাওয়া ডাইনোসরদের মতো নয়। বরং এদের স্বভাব, গঠন অনেকটা ইওরোপ এবং এশিয়া মেলা ডাইনোসরদের মতো। এতে প্রমাণিত, সেই সময় ওই অঞ্চলের ডাইনোসরদের আফ্রিকার উত্তর অংশে যাতায়াত ছিল। সাহারায় মানসুরাসরাসের করোটি, নিচের চোয়াল, গলা, মেরুদ-, সামনে এবং পেছনের পা, কাঁধ এবং পাঁজরের টুকরো পেয়েছেন বিজ্ঞানীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist