আন্তর্জাতিক ডেস্ক

  ০১ ফেব্রুয়ারি, ২০১৮

সিরিয়ার ইদলিবে বাজারে বিমান হামলায় নিহত ১৫

সিরিয়ার ইদলিব প্রদেশে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি শহরের বাজারে বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার আরিহা শহরের বাজারটিতে রাশিয়ার যুদ্ধবিমানগুলো হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিকিকিনির ব্যস্ত ওই এলাকাটিতে ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ও উদ্ধারকারীরা। হামলাকারী বিমানগুলো অনেক ওপর দিয়ে উড়ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সিরীয় বিমানবাহিনীর পুরনো যুদ্ধবিমানগুলো অত ওপর দিয়ে উড়তে পারে না, তাই সেগুলোকে রাশিয়ার বিমান বলে ধারণা করছেন তারা। সিরিয়ার বিরোধী দল পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, বিমান হামলায় আরো ২০ জন আহত হয়েছেন।

ইন্টারনেটে স্থানীয় সরকারবিরোধী আন্দোলনকারীদের পোস্ট করা ভিডিওতে ব্যাপক ক্ষয়ক্ষতির নমুনা দেখা গেছে, ধ্বংসস্তূপের সঙ্গে মানবদেহের ছিন্ন-বিচ্ছিন্ন অংশ দেখা গেছে।

তবে এই ভিডিওর সত্যতা নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

দিনের ব্যস্ত সময়ে হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন এক বাসিন্দা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়মিত বলে আসছে, তারা জঙ্গিদের ওপর হামলা চালায়, ইদলিবের বাজারে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে তারা। সিরিয়ার গণমাধ্যমে এই হামলার কোনো উল্লেখ করা হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist