আন্তর্জাতিক ডেস্ক

  ০১ ফেব্রুয়ারি, ২০১৮

সম্পদের হিসাবে বিশ্বে প্রথম যুক্তরাষ্ট্র

বিশ্বে মোট সম্পদের হিসাবে ষষ্ঠ স্থানে যুক্তরাষ্ট্র এবং ষষ্ঠ স্থান দখল করেছে ভারত। নিউ ওয়ার্ল্ড ওয়েলথ নামের একটি প্রতিষ্ঠান এক সমীক্ষায় এ তথ্য জানিয়েছে। দ্বিতীয় স্থানে আছে চীন। খবর টাইমস অব ইন্ডিয়ার সমীক্ষায় বলা হয়েছে, ২০১৭ সালের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মোট সম্পদের পরিমাণ ৬৪ কোটি ৪৮ লাখ ৪০০ কোটি ডলার। চীনের সম্পদ আছে ২৪ লাখ ৮০ হাজার ৩০০ কোটি ডলার। আর তৃতীয় স্থানে থাকা জাপানের সম্পদের পরিমাণ ১৯ লাখ ৫২ হাজার ২০০ কোটি ডলার। ফ্রান্স, কানাডা এবং অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ষষ্ঠ স্থান দখল করেছে ভারত। দেশটির মোট সম্পদ আট লাখ ২৩ হাজার কোটি ডলারের। চতুর্থ স্থানে যুক্তরাজ্য (নয় লাখ ৯১ হাজার ৯০০ কোটি ডলার) এবং পঞ্চম স্থানে আছে জার্মানি (নয় লাখ ৬৬ হাজার কোটি ডলার)।

মোট সম্পদ বলতে সমীক্ষায় সরকারি বা রাষ্ট্রীয় সম্পদের কথা বলা হয়নি। কোনো দেশের নাগরিকদের নিজস্ব মালিকানায় যে পরিমাণ সম্পদ (স্থাবর সম্পত্তি, নগদ, ইকুইটি, বাণিজ্যিক অংশীদারিত্ব ইত্যাদি) রয়েছে, তার যোগফলকেই মোট সম্পদ হিসাবে ধরা হয়েছে। দেনা বা অন্য কোনো দায়বদ্ধতার হিসাব এর মধ্যে ধরা হয়নি। এই হিসাবে সরকারি তহবিলকেও রাখা হয়নি। অর্থাৎ কোন দেশ কত সম্পদশালী তা পরিমাপ করা হয়েছে নাগরিকদের হাতে থাকা মোট সম্পদের পরিমাণের ভিত্তিতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist