আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ জানুয়ারি, ২০১৮

৩৪৭ কিমি দীর্ঘ সমুদ্র গুহা

এ যাবৎকালের সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে বড় আর অত্যাশ্চর্য এক সামুদ্রিক গুহার সন্ধান পাওয়া গেছে মেক্সিকোতে। সাক আতুন নামের এই গুহা ৩৪৭ কিলোমিটার লম্বা। সুপ্রাচীন এই গুহাটি দোস ওহোস নামের ৮৩ কিলোমিটার দীর্ঘ অপর একটি গুহার সঙ্গে যুক্ত। তুলুম বিচ রিসোর্টের কাছে পাওয়া বিশ্বের বৃহত্তম ও দীর্ঘতম এই গৃহাটি ‘প্রাচীন মায়া সভ্যতার ওপর আলো ফেলবে’ বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা গত বুধবার জানায়, গ্রান আকুইফেরা মায়া (জিএএম) নামের একটি প্রকল্প ইউকাতান উপদ্বীপের ভূতল জলপ্রবাহের অনুসন্ধান, গবেষণা ও সংরক্ষণে নিয়োজিত। এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট একদল ডুবুরি কয়েক মাস ধরে অনুসন্ধান চালিয়ে বিস্ময়কর এই গুহাটি খুঁজে পান। প্রথমে ভুল করে এটিকে ২৬৩ কিলোমিটার লম্বা বলা হলেও পরে দেখা যায় এটি পাক্কা ৩৪৭ কিলোমিটার লম্বা। প্রাচীন এই গুহা অন্য একটি সুদীর্ঘ গুহার সঙ্গে যুক্ত হওয়ায় একে জলতলের ধাঁধা হিসেবে গণ্য করা হচ্ছে। এই দুই সুপ্রাচীন গুহার সংযুক্তি কী করে বা কেন হলো?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist