আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ জানুয়ারি, ২০১৮

অলিম্পিকে দুই কোরিয়া এক পতাকার নিচে

বৈরিতা ভুলে উত্তর ও দক্ষিণ কোরিয়া আগামী মাস থেকে শুরু হতে যাওয়া শীতকালীন অলিম্পিকে একসঙ্গে এক পতাকার নিচে শামিল হওয়ার ঘোষণা দিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অলিম্পিকে অংশ নিতে কয়েক শ লোকের একটি প্রতিনিধিদল উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ার সিউলে যাবে। দলে থাকবেন ২৩০ জন চিয়ারলিডার, ১৪০ জন অর্কেস্ট্রা বাদক ও ৩০ জন তায়কোয়ান্দো অ্যাথলেট।

দলের সদস্যরা কোরীয় সীমান্ত অতিক্রমের অনুমতি পেয়েছেন। গত দুই বছরের বেশি সময় পর এই প্রথম আন্তসীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, উত্তর ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে তাদের সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট আইস হকি বা বরফের ওপরে হকি খেলার ইভেন্টে অংশ নেবে। আগামী ৯ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত অলিম্পিকের এই আসর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত হবে। তবে এ সিদ্ধান্তের মাধ্যমে উত্তর কোরিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞা এড়ানোর জন্য কালক্ষেপণ করছে কি না, সে প্রশ্নও তুলেছেন কেউ কেউ।

যদিও উত্তর ও দক্ষিণের সহযোগিতামূলক এই অভিনব সম্পর্ককে স্বাগত জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাঙ কিইয়ুঙ-ওয়াহ। তিনি বলেছেন, ‘সব মিলিয়ে এটি একটি ইতিবাচক প্রতিযোগিতা। আমি মনে করি, এই আয়োজনের প্রতিটি বিষয়ই অত্যন্ত মনোযোগের সঙ্গে আমাদের সম্পন্ন করতে হবে।’

ক্যাং কিইয়ুং-ওয়াহ আরো বলেন, ‘আমরা আশাবাদী, সবকিছু আমরা চমৎকারভাবে সামলে নেব। এটি খেলার জন্য ইতিবাচক হবে, দক্ষিণ কোরিয়ার জন্য ইতিবাচক হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও এটি ইতিবাচক বার্তা দেবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist