আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ জানুয়ারি, ২০১৮

ট্রানজিট নিয়ে সিঙ্গাপুর-মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি

সিঙ্গাপুর ও মালয়েশিয়া গতকাল মঙ্গলবার র‌্যাপিড ট্রানজিট সিস্টেম লিঙ্ক (আরটিএস লিঙ্ক)-এর বিষয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেছে। রুটটি ২০২৪ সালে শেষ হওয়ার পর এর মাধ্যমে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।

সিঙ্গাপুর সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হিয়েন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অষ্টম সিঙ্গাপুর মালয়েশিয়া লিডার্স রিট্রিট উপলক্ষে রাজাক সিঙ্গাপুর সফর করছেন। লি বলেন, দীর্ঘ মেয়াদি আন্তসীমান্ত প্রকল্পের ক্ষেত্রে আরটিএস লিঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে প্রতিদিন হাজার হাজার যাত্রী উপকৃত হবেন। পাশাপাশি এর ফলে সিঙ্গাপুর-জোহোর কজওয়েতে যানজটও কমবে।

নাজিব বলেন, আরটিএস লিঙ্কটি একটি জটিল প্রকল্প হলেও এটি বেশ নির্ভরযোগ্য। এর যে কারিগরি চ্যালেঞ্জ রয়েছে তা অতিক্রম করা সম্ভব। তিনি আরো বলেন, ‘এটা মালয়েশিয়ার সঙ্গে সিঙ্গাপুরের যোগাযোগের ধরন পাল্টে দেবে বলে আমরা আশাবাদী।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist