আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ জানুয়ারি, ২০১৮

পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব : পোপ ফ্রান্সিস

বর্তমানে বিশ্ব পারমাণবিক যুদ্ধের কিনারে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। গত সোমবার ল্যাটিন আমেরিকার দেশ চিলি সফরে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি পারমাণবিক যুদ্ধের ভয়ে ভীত বলেও স্বীকার করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া সতর্কবার্তা প্রকাশের একদিন পর সোমবার চিলি ও পেরুর পথে বিমানে তিনি এসব কথা বলেন।

গত বছর উত্তর কোরিয়ার বেশ কয়েকটি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পারমাণবিক যুদ্ধের হুমকি রয়েছে কি না এমন এক প্রশ্নের জবাবে পোপ ফ্রান্সিস বলেন, আমি মনে করি, আমরা যুদ্ধের একেবারে দ্বারপ্রান্তে রয়েছি। আমি আসলেই এই বিষয়টি নিয়ে শঙ্কিত। সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য এই একটি দুর্ঘটনাই যথেষ্ট।

পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলার সময় ৮১ বছর বয়সী আর্জেন্টাইন এ ধর্মগুরু ১৯৪৫ সালের পারমাণবিক হামলার একটি ছবি দেখান। ছবিতে দেখা যায়, জাপানি এক কিশোর তার মৃত ভাইয়ের দেহ নিয়ে যাচ্ছেন। জাপানের নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলায় ওই কিশোর মারা যায়।

পোপ ফ্রান্সিস ছবিটির পেছনে ‘যুদ্ধের ফল’ শিরোনামে ইংরেজিতে মাত্র চারটি শব্দ লিখেছেন। আমি আবারও এটি প্রিন্টের পর বিতরণ করতে চাই। কারণ একটি ছবি হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। যে কারণে আমি এটি সবার সঙ্গে শেয়ার করতে চাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist