আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ জানুয়ারি, ২০১৮

শেকলবন্দি ১৩ ভাইবোন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক বাড়িতে ১৩ ভাইবোনকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে তাদের বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, দুই থেকে ২৯ বছর বয়সী ওই ১৩ ভাইবোনের মধ্যে কয়েকজনকে বিছানার সঙ্গে শেকল বেঁধে আটকে রাখা হয়েছিল। গ্রেফতার ডেভিড অ্যালেন টুরপিন ও লুইস অ্যানা টুরপিনের বিরুদ্ধে সন্তানদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ আনা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বিবিসি লিখেছে, লস অ্যাঞ্জেলস থেকে ৯৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পেরিস এলাকায় ওই দম্পতির বাড়ি। সেখানে বন্দি ছেলেমেয়েদের একজন রোববার মুক্ত হয়ে বাড়ির একটি মোবাইল ফোন থেকে পুলিশের জরুরি নম্বরে ফোন করে নিজেদের দুর্দশার কথা জানিয়ে। রিভারসাইডের শেরিফের দফতরের এক বিবৃতিতে বলা হয়, যে মেয়েটি পুলিশকে ফোন করেছিল, তার বয়স মাত্র ১০ বছর। শারীরিকভাবেও সে বেশ রুগ্ণ। পুলিশকে সে জানায়, তার আরো ১২ ভাইবোনকে আটকে রেখেছে তাদের বাবা-মা। পুলিশ পরে ওই বাড়িতে গিয়ে দেখতে পায়, কয়েকজন শিশুকে অন্ধকার ঘরে দুর্গন্ধময় নোংরা পরিবেশে বিছানার সঙ্গে শেকল আর তালা দিয়ে আটকে রাখা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দম্পতি ছেলেমেয়েদের এভাবে আটকে রাখার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেনি বলে জানানো হয় শেরিফের বিবৃতিতে।

বিবিসি লিখেছে, পুলিশ কর্মকর্তারা রীতিমতো বিস্মিত হয়েছেন এটা দেখে যে, ওই ১৩ ভাইবোনের মধ্যে সাতজনের বয়সই ১৮ বছরের বেশি। তাদের সবাইকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist