আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ জানুয়ারি, ২০১৮

বাবাকে খুনের জন্য বিস্ফোরক কিনে জেলে ছেলে

বিদেশি প্রেমিকাকে মেনে নেয়নি বাবা। তাই নিজের গোঁড়া বাবাকে খুন করার জন্য অনলাইনে বিস্ফোরক কেনার চেষ্টা করে ভারতীয় বংশোদ্ভুত এক তরুণ। সেই অপরাধে ব্রিটেনের আদালত ওই তরুণকে দোষী সাব্যস্ত করে আট বছরের কারাদ-ের নির্দেশ দিয়েছেন। গুর্তেজ সিং রান্ধাওয়াকে গত বছরের মে মাসে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি গ্রেফতার করে। গোয়েন্দারা গুর্তেজের ওপর নজর রাখছিল বলে জানা গেছে। অনলাইনে অর্ডার দেওয়া বিস্ফোরকটি প্রথমে গোয়েন্দারা নকল বিস্ফোরকের সঙ্গে বদল করে নেয় এবং তারপর তা গুর্তেজকে ডেলিভারি করার সময়ই হাতেনাতে ধরা হয় তাকে। ১৯ বছরের তরুণকে গত শুক্রবারই ব্রিটেনের আদালত তার সাজা দিয়েছেন।

ব্রিটেনের আদালতে এই মামলার শুনানি চলাকালীন বিচারক শিমা গ্রাব বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে গুর্তেজ তার প্রেমিকার সঙ্গে থাকবে বলেই এ ধরনের মারাত্মক সিদ্ধান্ত নিয়েছিল। প্রেমিকার ভালোবাসাই ওই তরুণকে নিজের বাবাকে খুন করতে উদ্বুদ্ধ করে। যে কারণে সে বিস্ফোরক কিনে তা বাবার গাড়িতে লাগিয়ে দেওযার কথাও ভাবে।? ক্রিপ্টো-কারেন্সি ব্যবহার করে গুর্তেজ ওই বিস্ফোরক কেনে বলে জানা গিয়েছে। গুর্তেজ শুনানি চলাকালীন জানিয়েছিল, তার সম্পর্কের ব্যাপারে মা জেনে যায়। মা-ই গুর্তেজের বাবাকে তাদের সম্পর্কের বিষয়ে জানায়। বিদেশি প্রেমিকাকে মানতে নারাজ ছিল গুর্তেজের গোঁড়া শিখ বাবা। তখনই গুর্তেজ তার বাবাকে খুন করার জন্য অনলাইনে বিস্ফোরক কিনবে বলে সিদ্ধান্ত নেয়। গুর্তেজের পূর্ব অপরাধের কোনো রেকর্ড না থাকায় তাকে আট বছরের সাজা দেওয়া হয়। এই ঘটনায় গুর্তেজের সঙ্গে অনলাইনে বিস্ফোরক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist