আন্তর্জাতিক ডেস্ক

  ১২ জানুয়ারি, ২০১৮

প্যারিসের হোটেলে ডাকাতি মিলিয়ন ডলারের গয়না লুট

ফ্রান্সের বিখ্যাত রিটজ হোটেলের ভেতর একটি স্বর্ণালঙ্কারের দোকান থেকে পাঁচ মিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্যসামগ্রী লুট করেছে সশস্ত্র ডাকাতদল। কুড়াল হাতে পাঁচ ডাকাত গত বুধবার প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দোকানের জানালা ভেঙে ভেতরে ঢুকে লুটতরাজ চালায় বলে ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। পুলিশ তিন ডাকাতকে আটক করতে পারলেও লুটের মাল উদ্ধার করতে পেরেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানান, আটকদের কাছ থেকে একটি ব্যাগ পাওয়া গেছে, যাতে লুট করা কিছু পণ্যসামগ্রী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই ডাকাত এখনো পলাতক।

বিবিসি বলছে, পাঁচতারকা-বিশিষ্ট রিটজ হোটেলটি শিন নদীর ডানদিকের তীরে প্যারিসের ঐতিহাসিক ফার্স্ট ডিস্ট্রিক্টের প্লেস ভেন্দু এলাকায় অবস্থিত। হোটেলটির কাছেই ফ্রান্সের বিচার মন্ত্রণালয়। হোটেলের সীমানার ভেতর পেছনের প্রবেশমুখের কাছেই স্বর্ণালঙ্কার, ঘড়ি ও দামি পোশাক বিক্রি করে এমন পাঁচটি দোকান ও ৯৫টি ‘শোকেস’ আছে; ডাকাতরা সেখানেই হামলা করে।

পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় লো পারিসিয়ান জানায়, টহল পুলিশের এক কর্মকর্তার কারণে ডাকাতি বাধাগ্রস্ত হয়।

পরে দুই ডাকাত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। শহরের পুলিশ কমিশনার টুইটারে দেওয়া এক বিবৃতিতে ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়ে তিনজনকে আটক করায় পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ দেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেহা কুলমও পুলিশ সদস্যদের প্রশংসা করেছেন। ঘটনাস্থলের কাছে ব্যাপক পুলিশি উপস্থিতির কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist