আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ জানুয়ারি, ২০১৮

অ্যামাজনে নতুন প্রজাতির পাখি

সম্পূর্ণ নতুন সঙ্কর প্রজাতির একটি পাখি আবিষ্কার করলেন প্রাণীবিজ্ঞানীরা। পাখিটি উদ্ধার করা হয়েছে অ্যামাজনের জঙ্গল থেকে। অ্যামাজন অভিযানে গিয়ে একদল বিজ্ঞানী আবিষ্কার করেছেন এই পাখিটিকে। ৪৫ বছর পরে অ্যামাজন অববাহিকা থেকে কোনো নতুন প্রজাতির পাখি আবিষ্কার করা হলো। বিজ্ঞানীরা জানাচ্ছেন, অমেরুদ-ী প্রাণীর ক্ষেত্রে তাও মাঝে মাঝে কিছু নতুন সঙ্কর প্রজাতি তারা আবিষ্কার করে থাকেন। কিন্তু মেরুদ-ী প্রাণীর ক্ষেত্রে এমন ঘটনা সত্যিই অতি বিরল।

পাখিটির জিন পরীক্ষা করে দেখা গেছে, ম্যানাকিন শ্রেণির দুটি প্রজাতির মধ্যে সঙ্করায়নের ফলে তৈরি হয়েছে নতুন এই প্রজাতি। স্নো-ক্যাপড ম্যানাকিন ও ওপাল ক্রাউনড ম্যানাকিন নামে এই দুই প্রজাতির সঙ্করায়ন হয়েছিল প্রায় দুই ?লাখ বছর আগে। বিজ্ঞানীদের মতে, আলাস্কা ও মেরু অঞ্চলে গ্রিজলি ভল্লুক ও পোলার ভল্লুকের সঙ্কর দেখতে পাওয়া যায়। সঙ্কর প্রাণীরা আবার নিজেদের মধ্যে প্রজননের মাধ্যমে নতুন প্রজাতির সৃষ্টি করে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের রেড উল্?ফ, আটলান্টিকের ক্লেমিন ডলফিনের মধ্যেও সঙ্কর প্রজাতির নজির রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist