আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ জানুয়ারি, ২০১৮

মার্কিন কালো তালিকাভূক্ত ভেনিজুয়েলার ৪ জেনারেল

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ গত শুক্রবার কর্মরত বা অবসরপ্রাপ্ত ভেনিজুয়েলার চার জেনারেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ বাড়াতে তারা এ নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ চারজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগÑতারা সবাই বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে অথবা ব্যাপক দুর্নীতির সঙ্গে জড়িত। ভেনিজুয়েলায় স্বৈরশাসন কায়েম করায় অবরোধ আরোপের জন্য ওয়াশিংটন ইতোমধ্যে মাদুরোকেও টার্গেট করেছে।

শুক্রবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে মাদুরো বলেন, ট্রাম্প প্রশাসন তার ধৈর্য একেবারে নিঃশেষ করে দিয়েছে। তিনি বলেন, সাম্রাজ্যবাদী ডোনাল্ড ট্রাম্পের সরকারের ব্যাপারে আমি চরম ধৈর্য ধারণ করছি। আর এ সাম্রাজ্যবাদী সরকারের আর কোনো আগ্রাসী কর্মকা- আমি মেনে নিতে পারছি না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist