ক্রীড়া ডেস্ক

  ৩১ মে, ২০১৯

চেলসিকে ‘বিদায়’ বললেন হ্যাজার্ড!

২০১২ সালে ফ্রেঞ্চ ক্লাব লিলে থেকে ৩২ মিলিয়ন পাউন্ডে এক তরুণ নাম লেখান চেলসিতে। এরপর ইংলিশ জায়ান্টদের হয়ে দাপটের সঙ্গে খেলেছেন। দিনের পর দিন নিজেকে বিশ্ব সেরাদের একজনে পরিণত করার পাশাপাশি ব্লুজদের প্রাণভোমরা হয়ে উঠেছেন। তবে স্ট্যামফোর্ড ব্রিজে কাটানো দীর্ঘ সাত বছরের যাত্রা শেষ হলো এডেন হ্যাজার্ডের। দলকে ইউরোপা লিগের শিরোপা উপহার দিয়ে বিদায় জানালেন এই বেলজিয়ান তারকা। বুধবার রাতে উয়েফা ইউরোপা লিগের ফাইনালে আজারবাইজানের রাজধানী বাকুতে আর্সেনালের মুখোমুখি হয়েছিল চেলসি। নিজেদের নিবাস লন্ডন থেকে প্রায় পাঁচ হাজার মাইল দূরে আয়োজিত শিরোপার লড়াইয়ে ব্লুজদের কাছে ৪-১ গোলে হারতে হয়েছে গার্নারদের। এই ম্যাচটিই ছিল হ্যাজার্ডের চেলসি ক্যারিয়ারের শেষ ম্যাচ। পরশু রাতে দলের হয়ে দুটি গোলও করেছেন বেলজিয়াম জাতীয় দলের অধিনায়ক, আরেকটিতে গোলের জোগান দিয়েছেন।

গুঞ্জন রয়েছে আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখা যাবে হ্যাজার্ডকে। ৩ জুন আনুষ্ঠানিক ঘোষণাও দিতে চলেছে স্পেনের ঐতিহ্যবাহী ক্লাবটি। এমনটাই দাবি করছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close