reporterঅনলাইন ডেস্ক
  ৩১ মে, ২০১৯

এক স্লিপ

আয়োজন

তিনি আসছেন। আসছেন নির্ধারিত সময়ের ছয় দিন আগেই। কথা হচ্ছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে নিয়ে। ক্রিকেটের ভর মৌসুমেই লাতিন আমেরিকা মজবে তাদের প্রিয় ফুটবল টুর্নামেন্টে। ১৪ জুন থেকে ৭ জুলাই এ আসর বসছে ব্রাজিলে। কোপা আমেরিকার এবার ৪৬তম সংস্করণ। ক্রিকেটের মহা-আয়োজন চলাকালেও কোপা আমেরিকা নিয়ে মিডিয়া মেতে উঠবে। যেখানে নেইমার অন্যতম অনুষঙ্গ। ১৪ জুন ব্রাজিল বলিভিয়ার বিপক্ষে অভিযান শুরু করবে। চার দিন পরের প্রতিপক্ষ ভেনিজুয়েলা। প্যারিস থেকে আগেভাগেই নেইমার আসছেন। এ খবরে আনন্দ ছড়িয়ে পড়ছে জাতীয় শিবিরে। তার আগমনী বার্তায় ক্লাব সতীর্থ মারকিনিয়োস-থিয়াগো সিলভারা বেজায় উৎফুল্ল। এপি

প্রমীলাভক্ত

টেনিস কোর্টে ষাটোর্ধ্ব পুরুষ দর্শকের উপস্থিতি নিয়ে হাস্যরস কম হয়নি। তারা প্রমীলা টেনিস তারকার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকেন। কখন-সখন কিছু একটা দেখা যায়। এর উল্টোটা ঘটে অন্যান্য মাঠে। এখানে প্রমীলাভক্তদের অনুপস্থিতি গ্যালারিকে পানসে করে তোলে। ফুটবল-ক্রিকেটপ্রেমীরা প্রিয় দলকে প্রাণিত করতে নানা রূপে, নানা সাজে গ্যালারি মাতান। এবারও তার ব্যতিক্রম হবে না বিশ্বকাপ ক্রিকেটে। বরং আগের চেয়ে এবার প্রমীলা ক্রিকেটভক্তদের আগমন হবে চোখে পড়ার মতো। ইংল্যান্ড বিশ্বকাপ আয়োজক কমিটির ডিরেক্টর স্টিভ এলওয়ার্র্থি জানিয়েছেন, ‘১ লাখ ১০ হাজারেরও বেশি নারী টিকিট কেটেছেন।’ কাল ওভালে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ক্যামেরা বেশ কয়েকবার খুঁজে বেড়িয়েছে প্রমীলা দর্শকদের। এএফপি

বাজি

সুনীল গাভাস্কারের বিশ্বকাপের বাজির ঘোড়া ইংল্যান্ড। তিনি কোনো উসখুশ না করেই সোজাসাপটা বলেছেন, ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডই ফেভারিট, তারাই চ্যাম্পিয়ন হবে। ভারতের সম্ভাবনা নেই বললেই চলে। ইংল্যান্ডের পক্ষে কেন বাজি ধরছেন, সে ব্যাখ্যাও দিয়েছেন। গাভাস্কারের ভাষায়, ইংল্যান্ড বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছে এবং এই মুহূর্তে নিঃসন্দেহে তারাই বিশ্বের সেরা একদিনের দল। তাছাড়া যেহেতু এবার ইংল্যান্ডের ঘরের মাঠে, চেনা পরিবেশে খেলা, সেটাও একটা প্লাস পয়েন্ট। সব হিসাবই বলছে ইংল্যান্ডের কথা। পরিসংখ্যান মহাশয় ছাতা ধরেছেন ব্রিটিশ তল্লাটে। ফলে ইংল্যান্ডকে হারানো এবার কঠিন হবে। এপি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close