হরেকরকম ডেস্ক

  ১৩ জুলাই, ২০১৭

বাঘের সেলফি!

বাঘ আবার সেলফি তুলতে পারে? এমন প্রশ্নে হতবিহ্বল হলেও ব্যাপারটি কিন্তু ঘটেছে! রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলের বিরল প্রজাতির সাইবেরিয়ান টাইগারের দল দিব্বি সেলফি তুলেছে। তেমনই কিছু ছবি প্রকাশ করেছে ল্যান্ড অব দ্য লেপার্ড ন্যাশনাল পার্ক। এরা বিরল প্রজাতির বাঘ। শিকারিদের হাতে প্রায় বিপন্ন তারা। এই অভয়ারণ্যে ২২টি বয়স্ক সাইবেরিয়ান বাঘ ও ৭টি বাঘের ছানা আছে। ছবিতে বাঘগুলোকে একসঙ্গে খেলতে দেখা যায়। এমনকি ক্যামেরার দিকে তাকিয়ে ‘পোজ’ দিয়েছে তারা। এখানেই চমক। সাইবেরিয়ান বাঘগুলোর সেলফিতে মজে গেছে দুনিয়া।

ল্যান্ড অব দ্য লেপার্ড পার্ক কর্তৃপক্ষ জানাচ্ছে, গ্রাউন্ড লেভেলের অটোম্যাটিক ক্যামেরা ব্যবহারের মাধ্যমে তারা বাঘগুলোর কর্মকা-ের ছবি তুলেছে। প্রথমবারের মতো পশুদের পারিবারিক জীবনযাপন এমন বিস্তৃতভাবে ছবিতে রেকর্ড করা হয়েছে বলে দাবি করছেন কর্মকর্তারা। দ্য সাইবেরিয়ান টাইমস নামে স্থানীয় একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বনকর্মীরা এই ক্যামেরা বসিয়েছিলেন। সেই ক্যামেরায় ধরা পড়েছে, বাঘের ছানারা জঙ্গলে খেলা করছে, ডিগবাজি খাচ্ছে। একসময় তাদের মা এসে বকুনি দিয়ে শান্ত করে। সাইবেরিয়ান টাইগার। এটি আমুর টাইগার নামেও পরিচিত। রাশিয়ায় পাওয়া যায়। রাশিয়ায় এই বিরল প্রজাতির বাঘ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। তবে হানা দিচ্ছে চোরা শিকারির দল। তাদের হাতেই মরছে সাইবেরিয়ান টাইগার। বর্তমানে সাইবেরিয়ান বাঘের সংখ্যা প্রায় ৬০০টি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist