হরেকরকম ডেস্ক

  ০৪ জুলাই, ২০১৭

দাঁড়িয়ে দাঁড়িয়ে বিমানযাত্রা!

একেই বলে সীমাহীন কিপটেমি! খরচ কমানোর জন্য শেষে কিনা বিমান থেকে সিট তুলে দেওয়ার ভাবনা? ভেবে দেখুন, আপনি ওলা-উবেরের খরচে পৃথিবীর অন্য কোনো বিমানবন্দরে পৌঁছে গেলেন। অথবা আরেকটু বেশি টাকা দিয়ে আরো দূরে কোথাও! না, কোনো বিমান সংস্থা এমন অফার না দিলেও, কলম্বিয়ার এক বাজেট এয়ারলাইন্স কিন্তু এমনটাই ভেবে ফেলেছে। সাধারণ মানুষ নয়, অতি সাধারণ মানুষকে বিমানে চড়ার সুযোগ করে দিতেই নাকি এমন পরিকল্পনা। যদিও নিন্দুকরা বলছেন, খরচ কমানো ছাড়া এই ভাবনা আর কিচ্ছু হতে পারে না।

আসল বিষয়টা কী? খোলসা করে বলা যাক। কলম্বিয়ার বাজেট এয়ারলাইন ভিভা কলম্বিয়ার সিইও উইলিয়ম শ’-এর দাবি, ‘বিমানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতায়াত করা যায় কি না, তা নিয়ে বহু দিন ধরেই গবেষণা শুরু হয়েছে। এই ভাবনা নতুন নয়। আমরা চাই মানুষ স্বল্প খরচে বিমানে যাতায়াতের সুযোগ পাক। এক ঘণ্টার যাতায়াতে বিনোদন, নরম গদির সিট বা ফ্রি বাদাম না পেলে খুব একটা অখুশি হওয়ার কথা নয়।’

২০১০ সালেও নাকি এই বিমান সংস্থা বার স্টুলের মতো সিট তৈরির পরিকল্পনা করেছিল। বেল্ট দিয়ে বেঁধে অনায়াসেই যাত্রীদের যাতায়াত করানো যাবে বলে ভাবনা ছিল তাদের। শেষ পর্যন্ত সে দেশের অসামরিক বিমান পরিবহন সংস্থার অনুমতি না পেয়েই এই পরিকল্পনা ভেস্তে যায়। তবে এবারের পরিকল্পনা কিন্তু এখনো কোনো বাধা পায়নি। তবে কি এবার শুধু বাস্তবায়িত হওয়ার অপেক্ষা? ভেবে দেখুন, বিমানে কোনো সিট নেই। রড ধরে, দাঁড়িয়ে দাঁড়িয়েই যাত্রীরা বিমানে যাতায়াত করছে। ভিভা কলম্বিয়া নামে এই বাজেট এয়ারলাইন্স সংস্থার কোনো কর্তা কি কখনো লোকাল ট্রেনে উঠে পড়েছিলেন? তাদের এমন পরিকল্পনা শুনে এ প্রশ্ন মনে জাগতেই পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist