হরেক রকম ডেস্ক

  ২৯ জুন, ২০১৭

কুকুর বাঁচাতে কুমিরের পেটে কব্জি

পোষ্য কুকুরদের বাঁচাতে গিয়ে কুমিরের কামড়ে হাত খোয়ালেন আইআইটির স্নাতক বেঙ্গালুরুর এক তরুণ। কনুই থেকে বাঁ হাতের নিচের অংশ কুমিরের পেটে। এই অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। এক দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর এখন তিনি বিপন্মুক্ত।

রোববার মুদিত দ-ওয়াতে রামনগরম জেলায় একটি মন্দিরে পুজো দিয়ে বন্ধুদের নিয়ে জঙ্গলে বেড়াতে বের হন। সঙ্গে ছিল দুটো কুকুর। গাড়ি দাঁড় করালে হঠাৎই কুকুরগুলো বের হয়ে লেকে চলে যায়। তাদের আনতে পেছনে পেছনে ছোটেন মুদিত। কুকুরগুলোকে বাঁচাতে সমর্থ হলেও তার হাতে কামড় বসায় কুমির। হাসপাতালের চিকিৎসক অজিত বেনেডিক্ট রায়ান বলেছেন, ‘কুমির হাতের অংশ খেয়ে নেওয়ার ফলে তা আর জোড়া লাগানো যাবে না।’ বন্ধুদের মুদিত বলেন, কুকুরগুলোকে দ্রুত জল থেকে তুলতে যাওয়ায় কোনো সতর্কতা দেখতে পাননি। পুলিশ অবশ্য ছেড়ে কথা বলছে না। রমনগরম জেলার পুলিশ সুপার বি রমেশ বলেছেন, বিনা অনুমতিতে জঙ্গলের সংরক্ষিত এলাকায় প্রবেশের জন্য দ-ওয়াতের বিরুদ্ধে মামলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist