হরেকরকম ডেস্ক

  ২২ জুন, ২০১৭

ট্রাফিক সিগন্যালে মেশিনগান!

অস্ট্রেলিয়ায় একটি ট্রাফিক সিগন্যালে থেমে থাকা গাড়ি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি মেশিনগান ও গুলি জব্দ করেছে পুলিশ। যুদ্ধের সময় এই অস্ত্র ব্যবহার করত জার্মান নাৎসি বাহিনী।

বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ার রাজধানী সিডনির ১শ’ কিলোমিটার উত্তরে অবস্থিত নিউ সাউথ ওয়েলসের সেন্ট্রাল কোস্ট এলাকায় স্থানীয় সময় গত রোববার রাতে ট্রাফিক সিগন্যালে দাঁড় করিয়ে একটি গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ওই গাড়িতে একটি এমপি৪০ সাব-মেশিনগান এবং এর ৬০ রাউন্ড গুলি খুঁজে পায় তারা। এ ধরনের আগ্নেয়াস্ত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর দখলে থাকা জার্মানিতে তৈরি হতো। যুদ্ধে ব্যবহারের জন্য এই অস্ত্র ১০ লাখেরও বেশি তৈরি করা হয়েছিল।

এ ধরনের নিষিদ্ধ অস্ত্র নিজের কাছে রাখার অভিযোগ এনে যে গাড়ি থেকে মেশিনগানটি জব্দ করা হয়েছিল, ওই গাড়ির যাত্রী ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ওই ব্যক্তির জামিন নামঞ্জুর করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। স্থানীয় সময় গত সোমবার ওয়াইয়ং লোকাল কোর্টে তাকে তোলা হবে। মেশিনগানটিতে ব্যারেল লাগানো ছিল না। তবে পুলিশ বলছে, এরপরও এটা ব্যবহারযোগ্য। অস্ত্রটি থেকে কখনো গুলি চালানো হয়েছে কি না, তা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষা করা হবে বলে জানিয়েছে বিবিসি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist