হরেকরকম ডেস্ক

  ২২ জুন, ২০১৭

আইসিইউতে বসে বসেই নৃত্য!

হাসপাতালের বিছানায় শুয়ে কাউকে নৃত্য করতে দেখেছেন কখনো? এবার তেমনি এক বিরল ঘটনা ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে।

১৬ বছর বয়সের এক বালক তার হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে নৃত্য শুরু করে। তার শরীরে লাগানো যন্ত্র তখনো খোলা হয়নি। তার পাশেই সব যন্ত্র সাজানো। এ রকম একটি ভিডিও পোস্ট এখন ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে।

মজার বিষয় হচ্ছে, সে নাচের সঙ্গে ডাক্তার ও নার্স সবাই মিশে যাচ্ছিল। ওই বালক জন্মগতভাবে হৃদরোগী ছিল। তার হাইপোপ্লাস্টিক বাম হার্ট সিন্ড্রোম বা এইচএলএইচএস নামে পরিচিত একটি রোগ হয়েছিল। এ জন্য তার হার্ট ট্রান্সপ্লান্টের সার্জারি করতে হয়। তবে তার হৃদযন্ত্রের ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে হয়েছিল এবং সে যা করতে ভালোবাসত তা কোনো অপেক্ষা না করেই করতে লাগল। সে নাচতে খুব পছন্দ করত, তাই অস্ত্রোপচারের ছয় দিন পর তার দক্ষতা প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। দুই বছর বয়সের মধ্যে তার তিনটি হৃদরোগের অপারেশন করা হয়। জীবনে এতসব রুক্ষ সময় পার করে এলেও ছেলেটি সব বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করে। তার কাছ থেকে শিক্ষা নেওয়ার মতো অনেক কিছুই রইল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist