হরেকরকম ডেস্ক

  ০৯ মে, ২০১৭

সেই বিতর্কিত প্রশ্ন : ডিম আগে, না মুরগি আগে?

লেখাটির শিরোনাম দেখে অনেকের মনেই এমন প্রশ্ন উঁকি দিতে পারে, সেই বিতর্কটা কী? সেই বিতর্কিত প্রশ্নটি হচ্ছে- ডিম আগে, না মুরগি আগে! এটি যদি আপনি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে না দেখেন, তাহলে হয়তো আপনি কখনো এই প্রশ্নের সঠিক কোনো উত্তরে পৌঁছতে পারবেন না। কারণ, এই প্রশ্নটিকে আপনি যেভাবেই দেখেন না কেন, এ রকম অনেক প্রশ্ন নিয়ে আমাদের পূর্বপুরুষ এবং প্রাচীনকালের মানুষেরা অনেক ভেবেছেন। কেউ কেউ হয়তো এগুলোকে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন, আবার কেউ হয়তো দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন। আপনি যদি সঠিকভাবে বৈজ্ঞানিক বিশ্লেষণ না করেন, তাহলে আজকের এই প্রশ্নটিতে একেক সময় একেক সিদ্ধান্তে এসে পৌঁছবেন। কারণ, ডিম ছাড়া যেমন মুরগি সৃষ্টি সম্ভব নয়, তেমনি মুরগি ছাড়া ডিম এলোই বা কোত্থেকে, তাই না?

এবার কাজের কথায় আসি। আমাদের জানা দরকার, সৃষ্টির প্রথমে এই ডিম বা মুরগি কোনোটাই আসলে ছিল না। সব ধরনের প্রাণের উৎপত্তি আসলে সেই আদি কোষ (যে আদি কোষের উৎপত্তি হয় আদি জলজ ও উত্তপ্ত পরিবেশে এবং সেটা ছিল এককোষী) থেকেই হয়েছে। তবে আমাদের উদ্দেশ্য হলো মুরগির উৎপত্তি। যা হোক, মুরগি এক ধরনের পাখি। আর পাখিদের উৎপত্তি হয়েছিল আদি সরীসৃপদের থেকে। লক্ষ করলে দেখবেন, সরীসৃপরাও পাখিদের মতো ডিম পাড়ে এবং সেই ডিম ফুটে বাচ্চা হয়। প্রথম মুরগিটির উৎপত্তি আসলে কোনো মুরগির ডিম থেকে হয়েছিল কিনা। কোনো সরীসৃপের ডিমে ঘটে যাওয়া আচমকা মিউটেশন বা হঠাৎ জিনগত রদবদলের ফলে সৃষ্টি হয়েছিল আদিম পাখিদের। আর সেই প্রাগৈতিহাসিক পাখিদের মধ্যে থেকে পুনঃ পুনঃ মিউটেশনের ফলে সৃষ্টি হয়েছে আজকের এই মুরগির। প্রথম যে মুরগি সৃষ্টি হয়েছিল, সেই মুরগির সঙ্গে হয়তো আজকের এই মুরগির অনেক বেশিই অমিল। যেহেতু মিউটেশনটি ডিমের মধ্যে ঘটে যাওয়ার ফলে সেই আদি মুরগিটির উৎপত্তি হয়েছিল, সেহেতু ডিমটির আগে কোনো মুরগি ছিল না। তার মানে আমরা বলতে পারি, মুরগির আগে ডিম এসেছে। তাই ডিমই আগে আর মুরগি পরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist