ডা. জান্নাতুল শারমিন জোয়ার্দার

  ২২ জুন, ২০১৭

শিশুদের চর্মরোগ ইমপেটিগো

ইমপেটিগো বাচ্চাদের একটি সাধারণ রোগ। এটি এক ধরনের ব্যাকটেরিয়াজনিত চর্মরোগ, যা staphylococcus aureus জাতীয় ব্যাকটেরিয়া আক্রমণে হয়ে থাকে।

সাধারণত এটি নাকের নিচে ও মুখম-লে হয়ে থাকে। এছাড়া নিতম্ব, বাহু ও পায়েও হতে পারে। অনেক সময় এটি ত্বকের কোনো কাটাছেঁড়া থেকে বা চিকিৎসা না হওয়া দেহের কোনো ইনফেকশন অথবা খোস-পাঁচড়া, পোকামাকড়ের কামড় বা ত্বকের কোনো ফাংগাল ইনফেকশনের কারণে ওসঢ়বঃরমড় হতে পারে।

লক্ষণ

১. আক্রান্ত স্থানে রসপূর্ণ ফোস্কা হয়, পরে পুঁজ জমে বেশ ঘোলাটে দেখায়।

২. পরে এগুলো ফেটে হলদে বর্ণের মামড়ি পড়ে এবং চক্রাকারে অনেকটা দাদের মতো হয়।

৩. ক্ষতগুলোতে প্রায়ই চুলকানি ও জ্বালা করে এবং অনবরত চুলকানির ফলে ইনফেকশন চারদিকে ছড়িয়ে পড়ে।

চিকিৎসা

সাধারণত অ্যান্টিবায়োটিক মলম এবং মুখে খাওয়ার ওষুধ দিয়ে এ রোগের চিকিৎসা করা হয়।

চর্ম ও লেজার বিশেষজ্ঞ

বাড়ি নং-৭৫, সাত মসজিদ রোড

শংকর বাসস্ট্যান্ড, ধানমন্ডি, ঢাকা

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist