ডা. জান্নাতুল শারমিন জোয়ার্দার

  ২৭ মে, ২০১৭

জ্বরঠুঁটো বা হের্পিজ লেইবিয়্যালিস

ত্বকের ভাইরাসজনিত রোগের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় জ্বরঠুঁটো বা হের্পিজ লেই্বিয়্যালিস। এই ভাইরাসকে ঘিরে সাধারণত ঠোঁটের পাশে গুটি গুটি ফোস্কা দেখা যায়। এই রোগ হলে সাধারণত জ্বর হয়। আবার টক খেলে এবং অতিরিক্ত রোদ লাগলেও এই রোগ দেখা দিতে পারে। এটা ছোঁয়াচে রোগ। এই রোগের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ও অ্যান্টি-ভাইরাস মলম লাগানো যেতে পারে।

এই রোগ সাধারণত এক সপ্তাহের মধ্যে চলে যায় এবং পরে আবার দেখা দিতে পারে। এই রোগ হলে শরীরের একদিকে লাইন ধরে গুটি গুটি ফোস্কা দেখা যায়। ভীষণ যন্ত্রণা হয়। এই রোগকে তখন হের্পিজ জস্ট্যার বলা হয়। এই রোগ নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আমরা যদি সাধারণ নিয়মাবলি মেনে চলি; যেমন- ত্বকের যতœ নিই এবং একটু সুষম খাবার খাই, তাহলেই এই ভাইরাসজনিত রোগকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

লেখক : চর্ম ও লেজার বিশেষজ্ঞ, শংকর বাসস্ট্যান্ড, ধানমন্ডি, ঢাকা; ফোন : ০১৯১৩৮৩৫২৫৯

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist