স্বাস্থ্য ডেস্ক

  ২৭ মে, ২০১৭

কিশোর-কিশোরীর কিডনি রোগের কারণ

কিশোর-কিশোরীরা স্থূল হলে জীবনের পরবর্তী সময়ে তাদের কিডনি অকেজো হওয়ার ঝুঁকি বেশি থাকে বলে জানিয়েছেন গবেষকরা। ইসরাইলের সেবা মেডিক্যাল সেন্টারের গবেষকরা ১৯৬৭ সালের জানুয়ারি থেকে ১৯৯৭ সালের ডিসেম্বর পর্যন্ত ১৭ বছর বয়সী প্রায় ১২০ কোটি তরুণের ওপর গবেষণা চালান। এতে দেখা যায়, যেসব তরুণের ওজন স্বাভাবিক ওজনের চেয়ে বেশি, তাদের ডায়াবেটিসসহ দীর্ঘস্থায়ী কিডনি রোগ কিংবা তা অকেজো হওয়ার ঝুঁকি ছয়গুণ বেড়ে যায়। অন্যদিকে, যারা স্থূল, তাদের এই ঝুঁকি ১৯ গুণ বেশি।

গবেষকরা বলছেন, কিডনি অকেজো হওয়ার সঙ্গে অতিরিক্ত ওজন ও স্থূলতার সম্পর্ক রয়েছে। এ ব্যাপারে গবেষক ড. আসাফ ভিবান্তে বলেন, ‘স্থূলতার সঙ্গে কিডনি অকেজো হওয়ার সম্পর্ক একই সঙ্গে সুসংবাদ ও দুঃসংবাদ। সুসংবাদ এই কারণে যে, ওজন নিয়ন্ত্রণ করে কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি আমরা হ্রাস করতে পারি। দুঃসংবাদ এই কারণে যে, দিন দিন স্থূলতা বাড়ছেই। এটি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist