অধ্যাপক ডা. এস এম এ এরফান

  ১৮ মে, ২০১৭

এইন্যাল ফিশ্যার রোগ

এইন্যাল ফিশ্যার এমন একটি রোগ, যার কথা সহজে সবাইকে বলা যায় না। এমনকি সব ডাক্তারকেও না। রোগী সারাক্ষণ রোগের যন্ত্রণায় কাহিল থাকে। এইন্যাল ফিশ্যার (গেজ) হচ্ছে পায়ুপথের একটি রোগ। এই রোগে পায়ুপথের একটি অংশ ছিঁড়ে যায়। ফলে পায়খানা করার সময় তীব্র ব্যথা শুরু হয়। আর এই ব্যথা থাকে দুই-তিন ঘণ্টা। অনেক সময় সরাক্ষণই ব্যথা করতে থাকে। আর মলের সঙ্গে যায় টাটকা রক্ত। এই ব্যথার কারণে রোগী মলত্যাগ করতে ভয় পায়। এতে মল আরো কঠিন হয়ে পড়ে। ফলে পরবর্তী মলত্যাগের সময় আরো বেশি ব্যথা হয়। চক্রাকারে এই প্রক্রিয়া চলে রোগীর জীবন দুর্বিষহ করে তোলে। রোগ ক্রমান্বয়ে আরো জটিল হয়। রোগী সংকোচবশত কাউকে বলতে পারে না, আবার সহ্যও করতে পারে না।

এসব রোগীকে আশ্বস্ত করতে চাই যে, এই রোগ নিয়ে জীবনকে দুর্বিষহ করার প্রয়োজন নেই। আমরা অতি সহজেই এই রোগের চিকিৎসা করছি। স্থানীয়ভাবে কিছু ওষুধ প্রয়োগ করে বা অতি সাধারণ একটি অপারেশন করে এই রোগ সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। এজন্য এমনকি হাসপাতালেও থাকার প্রয়োজন নেই। চিকিৎসার পর রোগী সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তাই রোগকে লালন না করে গোড়াতেই নির্মূল করুন এবং সুন্দর জীবনযাপন করুন।

লেখক : কলোরেক্টাল সার্জন, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল। ফোন : ০১৮৬৫৫৫৫৫১১।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist