ডা. এএসএম বখতিয়ার কামাল

  ২৫ মার্চ, ২০১৭

সাবানে অ্যালার্জি

সাবানের কিছু উপাদান থাকে যেগুলো থেকে অনেক সময় অ্যালার্জি হতে পারে। তার মধ্যে হ্যালোজেনেটেস স্যালিসিলানিলাইডস নামে এক ধরনের কেমিক্যাল অন্যতম। উন্নত দেশগুলোয় অনেক আগেই এ কেমিক্যালের ব্যবহার নিষিদ্ধ হয়েছে। ১০ থেকে ১৫ বছর আগে যারা এসব কেমিক্যাল ব্যবহার করেছিল, তাদের ত্বকে এক ধরনের অ্যালার্জি এখন দেখা দিচ্ছে; যা হচ্ছে ফটো অ্যালার্জি। এসব কেমিক্যাল ত্বককে অতিমাত্রায় আলোক সংবেদনশীল করে তোলে। ফলে ত্বকে একটু রোদ লাগলেই অ্যালার্জি দেখা দেয়। আমাদের দেশে সাবানের মোড়কে তার কম্পোজিশন লেখা থাকে না, যার কারণে ডাক্তারদের পক্ষে বোঝা সম্ভব হয় না এর সঙ্গে ক্ষতিকর উপাদান মেশানো আছে কি না। কম্পোজিশন লেখা থাকলে ডাক্তারদের পক্ষে খুব সহজেই রোগীদের সঠিক সাবান চিহ্নিত করা সম্ভব হয়। অনেক সময় সাবানে মেশানো বিভিন্ন ধরনের রঙ থেকেও অ্যালার্জি হয়। এর ফলে হাতের উল্টোপিঠে বা বগলে র‌্যাশ বেরোতে পারে। বর্তমানে আমাদের দেশের বাজারে ক্ষারধর্মী বা ওষুধধর্মী সাবানের ব্যাপক চাহিদা লক্ষ করা যায়। এর ফলে ত্বকে অ্যালার্জি ছাড়াও হতে পারে ইরিটেশন এবং ত্বকে সৃষ্টি হতে পারে ক্ষতের।

লেখক : সহকারী অধ্যাপক, চর্ম ও যৌন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মোবাইল : ০১৭১১৪৪০৫৫৮

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist