অধ্যাপক ডা. এস এম এ এরফান

  ২৮ জুন, ২০২০

রেকটাল ক্যানসার

পায়ুপথে মলের সঙ্গে রক্ত গেলে প্রায় সবাই সেটাকে পাইলসের লক্ষণ বলে মনে করেন। কিন্তু পাইলস ছাড়াও ফিসার (গেজ), রেকটাল পলিপ, প্রোকটাইটিস সর্বোপরি রেকটাল ক্যানসারের জন্য মলের সঙ্গে রক্ত যেতে পারে। রেকটাল ক্যানসারের অনেক রোগী আমাদের কাছে আসেন, যারা দীর্ঘদিন ধরে পায়ুপথে সমস্যায় ভুগছেন। পাইলস হয়েছে মনে করে তারা বিভিন্ন পাইলস চিকিৎসকের কাছে যান। বিভিন্ন ধরনের ওষুধ খান এবং ব্যবহার করেন। পরবর্তীকালে আমার কাছে যখন আসেন, তখন ক্যানসার অনেক অ্যাডভ্যান্স স্টেজে চলে যায়। আমি বলব, মলের সঙ্গে রক্ত গেলেই সেটাকে পাইলস হয়েছে মনে করা ঠিক নয়। অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে তা নিশ্চিত হতে হবে। আর রেকটাল ক্যানসারে প্রাথমিক পর্যায়ে খুব ভালো চিকিৎসা আছে। এ ক্যানসার চিকিৎসার ফলে রোগী ১০ থেকে ১২ বছর পর্যন্ত সম্পূর্ণ সুস্থ আছেন। কিন্তু দেরি হয়ে গেলে পৃথিবীর কোথাও তেমন চিকিৎসা নেই। আমাদের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ তার প্রমাণ। তাই সবার এ ব্যাপারে সচেতন হওয়া উচিত। অন্তত এ জাতীয় সমস্যা হলে উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

লেখক : অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সার্জারি বিভাগ, শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতাল। মোবাইল : ০১৮১৯২৪৩৭৭৭

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close