ডা. মহসীন কবির

  ০৭ এপ্রিল, ২০২০

উঁচু হিলে হাড়ে ক্ষয়রোগ

অনেকে অল্প বয়সেই আর্থ্রাইটিস বা পায়ের হাড়ের ক্ষয়রোগে ভোগেন। আপনার পায়ের হাড় কেন ক্ষয় হচ্ছে এর কোনো কারণ হয়তো খুঁজে পাচ্ছেন না। যাদের এমনটি হচ্ছে তারা একটু খেয়াল করুন, আপনি প্রতিদিন হিল জুতা ব্যবহার করছেন কি-না। কারণ হিল জুতা ব্যবহারকারীদের জন্য একটি দুঃসংবাদ হচ্ছে এটি পায়ের হাড়ের ক্ষয়রোগের একটি কারণ। দ্য সোসাইটি অব চিরোপোডিস্ট অ্যান্ড পোডিয়ট্রিস্টের বিশেষজ্ঞরা জানিয়েছেন, উঁচু হিলের জুতা ব্যবহারকারীদের গেঁটেবাত (আর্থ্রাইটিস) হওয়ার ঝুঁকি রয়েছে। তবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা পুরুষের চেয়ে নারীদেরই বেশি। সোসাইটি জানায়, উঁচু হিলের জুতা পরলে পায়ের পাতা, গোড়ালি ও হাঁটুর সংযোগস্থলে চাপ বাড়ে এবং হাড়ের সংযোগ স্থলগুলোতে ব্যথা অনুভূত হয় এবং তা অকার্যকর হয়ে পড়ে। যুক্তরাজ্যে প্রায় ৮০ লাখ মানুষ এ সমস্যায় ভুগছে, যাদের বেশির ভাগই নারী। প্রায় ২ হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে জানা যায়, তাদের এক-চতুর্থাংশ নারীই প্রতিদিন উঁচু হিলের জুতা পরে। তাই যারা প্রতিদিন দীর্ঘ সময় হিল জুতা ব্যবহার করছেন তারা আজ থেকেই সাবধান হয়ে যান।

লিভার, গ্যাস্ট্রএন্ট্রোলজি ও

মেডিসিন বিশেষজ্ঞ

ইউনাইটেড হাসপাতাল, ঢাকা

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close