অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী

  ০২ জুন, ২০১৯

কানে শোঁ শোঁ শব্দ

কানে শোঁ শোঁ বা টিনিটাস হলো একটি ল্যাটিন শব্দ, যার অর্থ হলো রিং। টিনিটাস কানের বা শরীরের অন্য কোনো রোগের উপসর্গ মাত্র, যা রোগী তার নিজ কানে অনুভব করেন। বাইরের কোনো কোলাহল ছাড়া নিজের কানে অস্বাভাবিক এক ধরনের শব্দ শোনাই হলো টিনিটাস।

এ শব্দটি নানা ধরনের হতে পারে। যেমন বাঁশির শব্দ, ঘণ্টার শব্দ, বাতাস প্রবাহের শব্দ, গুন গুন শব্দ অথবা সাপের ফোঁস ফোঁস শব্দ। এ ধরনের শব্দ সচরাচর এক কানে অনুভূত হয়, তবে দুই কানেও হতে পারে।

টিনিটাস তিন ধরনের হতে পারে। যেমনÑ

সাবজেক্টিভ : বাইরের কোনো কোলাহল ছাড়া রোগী যখন কোনো অর্থহীন শব্দ শুনতে পান। এ শব্দটির তীব্রতা নানা ধরনের হতে পারেÑ ২৪ ঘণ্টা একটানা অথবা একটি নির্দিষ্ট সময় পরপর। যেমন ঘণ্টার শব্দ, বাতাসের শোঁ শোঁ শব্দ অথবা গুন গুন শব্দ। এটি রোগীর ঘুমে অসুবিধা করে এবং রোগী মনোযোগ দিয়ে কাজ করতে পারেন না। দীর্ঘদিন টিনিটাসে ভুগলে রোগীর মধ্যে এক ধরনের হতাশা দেখা দেয়।

অবজেক্টিভ : এক ধরনের অস্বাভাবিক শব্দ, যেটা রোগীর নিজের শরীর থেকে অনুভূত হয়। যেমন বাতাস প্রবাহের শব্দ। ঘূর্ণায়মান রক্তের প্রবাহ, মাথার মাংসপেশির সঙ্কোচন, কানের ভেতর মাংসপেশির সঙ্কোচন। অবজেক্টিভ টিনিটাস চিকিৎসক স্টেথস্কোপের সাহায্যে শুনতে পান।

অডিট রিহ্যালুসিনেশন : অনেক সময় রোগী নির্দিষ্ট সময় পর পর কথা বলার শব্দ অথবা কোলাহল শুনতে পান। যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এটাই হলো অডিট রিহ্যালুসিনেশন। এটি সাধারণত ব্রেনের স্নায়ুকোষ থেকে উৎপন্ন হয়। এটি সাধারণত মানসিক রোগীর (সিজোফ্রেনিয়া) বেশি হয়ে থাকে। যেমন কথা বলার শব্দ, গানের শব্দ। কানের কিছু কিছু অপারেশন, যেমন টিমপেনোপ্লাস্টি, টিমপেনোটোমিতে টিনিটাস হতে পারে। কিছু কিছু ওষুধ কেটামিন, হেরোইন, মারিজুয়ানার কারণে হতে পারে। কারণ অটোলজিক বা কর্ণজনিত কারণ

বহিঃকর্ণ বা অ্যাংটার্নাল ইয়ার

কানের ময়লা বা খৈল

কেরাটোসিস অবটুর‌্যান্স

মধ্যকর্ণ বা মিডল ইয়ার

অটোসেক্লরোসিস

আটাইটিসমিডিয়া উইথ ইফিউশন বা মধ্যকর্ণে পানিজমা

টেমপোরোÑ ম্যান্ডিবুলারজয়েন্ট ডিজ অর্ডার।

অন্তঃকর্ণের রোগ

মিনিয়ার্স ডিজিজ

শব্দ দূষণজনিত বধিরতা

অটোটক্সটি (কিছু ওষুধ যা কানের শ্রবণশক্তি হ্রাস করে বা কানে পার্শ্ব প্রতিক্রিয়া হয়)

অন্তঃকর্ণের প্রদাহ।

নিউরোÑ অটোলজিক

গ্লোমাস টিউমার

একসটিক নিউরোমা

৩. কানে আঘাতজনিত কারণ

৪. সাধারণ কারণ

উচ্চরক্তচাপ

নিম্ন রক্তচাপ

হাইপোগ্লাইসেমিয়া

মাইগ্রেন

চিকিৎসা

প্রথমে রোগীকে বুঝাতে হবে এটা কোনো জীবনসংহারী সমস্যা নয়। রোগীকে সুন্দরভাবে রোগের বিস্তারিত জানাতে হবে এবং সবসময় চিন্তামুক্ত থাকতে বলতে হবে। শোঁ শোঁ শব্দের কারণ বের করে সে অনুযায়ী চিকিৎসা দিতে হবে। প্রয়োজনে কানে যন্ত্র ব্যবহার করতে হবে। যেমন হেয়ারিং এইড বা কানে শোনার যন্ত্র, টিনিটাস মাস্কার। বালিশের পাশে অ্যালার্ম ঘড়ি অথবা বালিশের নিচে হালকা শব্দে রেডিও-মিউজিক ছেড়ে ঘুমাতে পারে। রোগীকে কাত হয়ে কানের নিচে হাত রেখে ঘুমাতে নিষেধ করতে হবে।

লেখক : অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইএনটি

আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close